This Article is From Feb 13, 2019

দ্বিতীয় ইউপিএ সরকারের চেয়ে বিজেপির আমলে লোকসভায় বেশি কাজ হয়েছে

ষোড়শ লোকসভার  সমাপ্তি হল।  চূড়ান্ত হিসেবে দেখা যাচ্ছে দ্বিতীয় ইউপিএ সরকারের চেয়ে  বিজেপির আমলে লোকসভায়   বেশি কাজ হয়েছে।

দ্বিতীয় ইউপিএ সরকারের চেয়ে  বিজেপির আমলে লোকসভায়  বেশি কাজ হয়েছে

এনসিপি সাংসদ সুপ্রিয়া সোলে  এবং বিজয় সিং  শাঙ্কারো ১হজার ১১০টি প্রশ্ন  করেছেন।

হাইলাইটস

  • সংবাদ সংস্থা আইএএনএস বলছে এবার লোকসভা মোট ৮৩% সচল ছিল
  • এই পাঁচ বছরে লোকসভায় ১৫৬ টি বিল পাস হয়েছে
  • ই পাঁচ বছরে লোকসভা কাজ করেছে ৩২৭ দিন
নিউ দিল্লি:

ষোড়শ লোকসভার  সমাপ্তি হল।  চূড়ান্ত হিসেবে দেখা যাচ্ছে দ্বিতীয় ইউপিএ সরকারের চেয়ে  বিজেপির আমলে লোকসভায়  বেশি কাজ হয়েছে। তবে  প্রথম ইউপিএ সরকারের আমলে  আবার এর চেয়েও বেশি সচল ছিল লোকসভা।  সংবাদ সংস্থা আইএএনএস বলছে  এবার লোকসভা মোট  ৮৩%  সচল ছিল। ইউপিএ-র দ্বিতীয়  এবং  প্রথম সরকারের আমলে  এই পরিমাণটা ছিল ৬৩ এবং ৮৭ শতাংশ।

এই পাঁচ বছরে লোকসভায় ১৫৬ টি  বিল পাস  হয়েছে। আর এই সময়ের  মধ্যে রাজ্যসভায় ১১৮টি বিল পাস হয়েছে। জিএসটি লাগু হওয়ার আগে সংবিধান সংশোধনের জন্য ১২ ঘণ্টা  ধরে  আলোচনাও হয়েছে। কিন্তু এরপরেও পাস না  হওয়া অবস্থাতাতেই লোকসভায় পড়ে  রইল ৪৬ টি  বিল আর রাজ্য সভায় আটকে  থাকা বিলের সংখ্যা ৪৬। এই পাঁচ বছরে লোকসভা  কাজ  করেছে ৩২৭ দিন আর রাজ্যসভা দু'দিন  কম  চলেছে। 

  একশো শতাংশ হাজিরা :

 বেশ কয়েকজন সাংসদের একশো  শতাংশ হাজিরা ছিল। প্রথমবারের সাংসদ ভৈরো প্রসাদ মিশ্র (বিজেপি)   গোপাল শেট্টি  (বিজেপি)  কুলমণি সামাল (বিজেডি)ম রমেশচন্দ্র কৌশিক  (বিজেপি)  ২০১৪ সালের জুন মাসের ১ তারিখ  থেকে  প্রতিদিন সংসদে হাজির ছিলেন।
 

সবচেয়ে  বেশি  প্রশ্ন  করা  সাংসদ :

প্রশ্ন করার নিরিখে এগিয়ে  রয়েছেন  মহারাষ্ট্রের সাংসদরা। এনসিপি সাংসদ সুপ্রিয়া সোলে  এবং বিজয় সিং  শাঙ্কারো ১হজার ১১০টি প্রশ্ন  করেছেন। আনন্দরাও আদসুল, গজানন  চন্দ্রকান্ত কীর্তিকার, শিবাজি আধিরাও  এক হাজারটি বা তার চেয়ে  বেশি  প্রশ্ন  করেছেন।  মহারাষ্ট্রের বাইরে  কংগ্রেসের হয়ে  সবচেয়ে  বেশি প্রশ্ন করেছেন  রাজীব রাও।        

 সংসদে রাহুলের কাজকর্ম :

 রাহুলের  সংসদের হাজিরার পরিমাণ  ৫২ শতাংশ। এছাড়া ১৪ টি বিতর্কে অংশ নেন তিনি।

প্রাইভেট মেম্বার বিল :

বিজেপির ঝাড়খন্ডের সাংসদ নিশিকান্ত দুবে সবচেয়ে  বেশি  ৪৮টি প্রাইভেট মেম্বার  বিল এনেছেন।       

 

.