This Article is From Nov 22, 2019

পার্শ্ব শিক্ষক ইস্যুতে উত্তপ্ত লোকসভা, ওয়েলে নেমে বিক্ষোভ তৃণমূলের

পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন পার্শ্ব শিক্ষকরা। বেতন বৃদ্ধির দাবিতে তাঁদের এই ধর্মঘট।

পার্শ্ব শিক্ষক ইস্যুতে উত্তপ্ত লোকসভা, ওয়েলে নেমে বিক্ষোভ তৃণমূলের

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এই বিষয়ে তাঁর বক্তব্য রাখতে শুরু করলে প্রতিবাদে শামিল হয় তৃণমূল।

উত্তপ্ত লোকসভা (Lok Sabha)। শুক্রবার পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের ধর্মঘটকে (Parateachers Strike) কেন্দ্র করে বাদানুবাদে জড়িয়ে পড়লেন বিজেপি ও তৃণমূল সাংসদরা। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এই বিষয়ে তাঁর বক্তব্য রাখতে শুরু করলে প্রতিবাদে শামিল হয় তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সাংসদরা কক্ষের ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি ছিল, বিজেপি সাংসদ এই বিষয়ে কক্ষকে বিভ্রান্ত করছেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন পার্শ্ব শিক্ষকরা। বেতন বৃদ্ধির দাবিতে তাঁদের এই ধর্মঘট।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.