This Article is From Apr 22, 2019

দিদি বাংলায় দাদাগিরি করেছেন, নির্বাচনী সভা থেকে আক্রমণ যোগীর

লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট শুরুর আগের দিন রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement
অল ইন্ডিয়া

রাজনৈতিক নেতৃত্ব  বাংলার দূরাবস্থার কারণ, রাজ্যে এসে দাবি যোগীর

Highlights

  • দিদি বাংলায় দাদাগিরি করেছেন, নির্বাচনী সভা থেকে আক্রমণ যোগীর
  • তিনি বলেন, দিদির মানুষের কাজ করার সময় নেই
  • 'বাংলায় বিজেপির সরকার তৈরি না হলে মানুষের জন্য কোনও কাজ হবে না'
বহরমপুর:

লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট শুরুর আগের দিন রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বহরমপুরের জনসভা    থেকে সোমবার তিনি বলেন, দিদির মানুষের কাজ করার সময় নেই। দিদি এখানে দাদাগিরি করতেই ব্যস্ত। তৃণমূলের গুণ্ডারা শুধু অরাজকতা করেছে।  গণতন্ত্র যে কায়দায় ধ্বংস করছে তার বিরুদ্ধে  রুখে দাঁড়ানোর ক্ষমতা শুধু বিজেপির আছে। বাংলায় বিজেপির সরকার তৈরি না হলে মানুষের জন্য কোনও কাজ হবে না। রাজনৈতিক নেতৃত্ব  বাংলার দূরাবস্থার কারণ। এখানে অনুপ্রবেশ হচ্ছে। এ সব রুখতে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অনুপ্রবেশ দেশের সুরক্ষার জন্য সমস্যা।                     

সভায় লোক হচ্ছে না বলে মমতা মিছিল করছেনঃ অমিত

 যোগী বলেন, মোদী আরেকবার ক্ষমতায় এলে সন্ত্রাস শেষ হবে। কংগ্রেসের হাত দেশদ্রোহীদের হাত। কংগ্রেস ভারতকে  সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বানাতে  চায়। তাই ওদের সরকার সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাওয়াত। কিন্তু  মোদী সরকার অন্য ভাবে কাজ করছে। জঙ্গিদের বাড়িতে গিয়ে তাদের নিকেশ করছে  ভারতীয় সেনা। ডোকলাম ভারতের অংশ নয়। কিন্তু ভটানের সঙ্গে চুক্তি আছে বলে সেখানে ভারতীয় সেনা ছিল। শেষমেশ চিনকে পিছু হাটতে হয়। দেশের সুরক্ষার জন্য বিজেপিকে  ভোট দিন।

Advertisement

সভা  থেকে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরিকে নাম না করে আক্রমণ করেন যোগী। তিনি বলেন, কংগ্রেসের চার বারের সাংসদ এবারও ভোটে দাঁড়াতে এসেছেন। কিন্তু তাঁর মানুষের কাজ করার সময় কোনও নেই।

যোগী বলেন,  ‘ বাংলায় বিজেপির সরকার হলে  ভাল হত। তৃণমূলের জন্য কেন্দ্রীয় প্রকল্প লাগু হচ্ছে না। দেশের অন্য জায়গায় কাজ হচ্ছে বলে   সবাই বলছে, আরও একবার মোদী সরকার। কিন্তু বাংলায় কাজ হয়নি। তৃণমূলের  আমলে  বেকারত্ব বেড়েছে। অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা  নেয় না। এরপর নিজের রাজ্যের কথা তোলেন  যোগী। বলেন, দু' বছরে উত্তরপ্রদেশের কোনও দাঙ্গা হয়নি। কেউ কোনও গোলমাল করতে পারে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যে আসেন বিজেপি সভাপতি অমিত শাহও। প্রথমে সাংবাদিক সম্মেলন পরে একাধিক জনসভা থেকে তৃণমূলকে  আক্রমণ করেন অমিত।

Advertisement
Advertisement