Loksabha Elections 2019: সব মিলিয়ে এই রাজ্য থেকে এখনও পর্যন্ত ৬৮.১৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। (ছবি প্রতীকী)
কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথম দুই দফা নির্বাচনের জন্য তিনটি লোকসভা কেন্দ্রে দুটি করে মোট ছ'টি মনোনয়নপত্র জমা পড়ল। মঙ্গলবার এই কথা জানানো হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রথম দফার জন্য ফরওয়ার্ড ব্লক এবং আরও একটি দল মনোনয়নপত্র জমা দিল। আলিপুরদুয়ারের আসনের জন্য আরএসপি এবং আরও একটি দল মনোনয়নপত্র জমা দেয়। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার সঞ্জীব বসু বললেন সাংবাদিকদের এই কথা। এছাড়া, বিএসপি এবং এসইউসিআই প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ি কেন্দ্রে। কোবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ১১ এপ্রিল নির্বাচন হবে। অন্যদিকে, দ্বিতীয় দফায় জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ কেন্দ্রে নির্বাচন হবে ১৮ এপ্রিল।
নির্বাচন কমিশন জানাল বালুরঘাট জেলার কুমারগঞ্জ থানা অঞ্চলে দুজনের কাছ থেকে ২৩.৮০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে তারা।
সব মিলিয়ে এই রাজ্য থেকে এখনও পর্যন্ত ৬৮.১৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)