This Article is From Feb 04, 2019

২০১৪ সালে বিজেপিকে আমাকে ব্যবহার করেছিলঃ আন্না হাজারে

২০১৪ সালে বিজেপিকে আমাকে  ব্যবহার করেছিলঃ আন্না হাজারে

আন্নাকে আরএসএস এবং বিজেপির দালাল বলেছিলেন এনসিপি মুখপাত্র নবাব মালিক।

হাইলাইটস

  • ২০১৪ সালে বিজেপিকে তাঁকে ব্যবহার করেছিল বলে মনে করেন আন্না হাজারে
  • তাঁর মতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার মানুষকে বোক বানাচ্ছে
  • আন্নাকে আরএসএস এবং বিজেপির দালাল বলেছিলেন এনসিপি মুখপাত্র নবাব মালিক
নিউ দিল্লি:

২০১৪ সালে বিজেপিকে তাঁকে  ব্যবহার করেছিল বলে মনে করেন আন্না হাজারে। অনশনের ষষ্ঠ দিনে তিনি বলেন, "আমি মনে করি বিজেপি আমাকে ব্যবহার করেছিল। এটা সবাই জানে ২০১৪ সালে আমি লোকপাল নিয়ে উদ্যোগ নিয়েছিলাম। সেটাকেই কাজে লাগিয়েছে  বিজেপি। একই কাজ করেছে আপ। তারাও এখন ক্ষমতায়। আমি এদের প্রতি সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলেছি"।  তাঁর মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার মানুষকে বোকা বানাচ্ছে। মহারাষ্ট্রে লোকপালের দাবিতে নিজের গ্রামে অনশনে বসেছেন তিনি।                

তিনি বলেন, ‘রাজ্য ও কেন্দ্রের মধ্যে লোকপাল নিয়ে দোষারোপ চলছে। '   

একটি প্রশ্নের উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘এখন উনি আন্দোলন করতে চাইলে আমি কিছু বলবো না। কিন্তু ওঁর সঙ্গে এক মঞ্চে বসবো না আমি। '

লোকপালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন আন্না। শুধু বিজেপি এবং আপকে আক্রমণ করাই নয় তিনি বলেছেন তাঁর দাবি মানা না হলে  পদ্ম ভুষণ ফিরিয়ে দেবেন।  ‘

গত সপ্তাহে আন্নাকে আরএসএস এবং বিজেপির দালাল বলেছিলেন  এনসিপি মুখপাত্র নবাব মালিক। পরে দলের তরফ থেকে তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা  হয়।          

 

.