This Article is From Feb 05, 2019

মোদীর 'মন কি বাত'-এর জবাবে কংগ্রেসের 'আপনি বাত রাহুলকে সাথ'

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস এই ভিডিও ক্লিপটি পোস্ট করে জানায়, ক্ষমতা ও সাধারণ মানুষের মধ্যে যে দেওয়াল রয়ে গিয়েছে, এমনতরো পদক্ষেপ তা ভেঙে দেবে। 

মোদীর 'মন কি বাত'-এর জবাবে কংগ্রেসের 'আপনি বাত রাহুলকে সাথ'

মঙ্গলবার কয়েক হাজার বার শেয়ার হয় রাহুল গান্ধীর ভিডিও ক্লিপটি। (ছবি প্রতীকী)

নিউ দিল্লি:

"আমি রাহুল। কংগ্রেস সভাপতি"। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত'-এর জবাবে রাহুল গান্ধীর 'আপনি বাত রাহুলকে সাথ'-এর প্রথম পর্বে আপনাদের স্বাগত! দিল্লির একটি রেস্তোরাঁয় গিয়ে স্কুলে পড়ুয়াদের সঙ্গে দেখা করেন কংগ্রেস সভাপতি। তাঁর পরনে ছিল কালো ক্যাজুয়াল পোশাক। এই সাক্ষাতের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে কংগ্রেস। নিজের পরিচয় দেওয়ার পর সেখানে ৪৮ বছর বয়সী এই রাজনীতিবিদকে বলতে শোনা যাচ্ছে, "নতুন প্রজন্মের মানুষদের সঙ্গে, যুবদের সঙ্গে কথা বলার কথা ভাবছিলাম আমি। তাঁরা কী ভাবছেন, কীভাবেই বা ভাবছেন, তা আমি জানতে চাই। শুনতে চাই"। 

ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, ১০ শতাংশ সংরক্ষণ থেকে শুরু করে দলিত নির্যাতন থেকে শুরু করে রূপান্তরকামীদের নিয়ে কী কী নীতি গ্রহণ করা হবে- সব প্রশ্নই অত্যন্ত মগ্নভাবে শুনছেন রাহুল গান্ধী।

তিনি বলেন, "আমরা আমাদের ইস্তেহার তৈরি করছি। নিজেদের ইস্তেহার নিয়ে খোলাখুলি কথা বলছি আমরা। এই যে যে প্রসঙ্গ এখানে উঠে এল, আপনারা দেখবেন, এগুলি সম্বন্ধে আমরা কী ভাবছি, তা থাকবে আমাদের ইস্তেহারে"।

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস এই ভিডিও ক্লিপটি পোস্ট করে জানায়, ক্ষমতা ও সাধারণ মানুষের মধ্যে যে দেওয়াল রয়ে গিয়েছে, এমনতরো পদক্ষেপ তা ভেঙে দেবে। 

মঙ্গলবার বিকেলবেলা ক্লিপটি পোস্ট করার পর কয়েক হাজার বার শেয়ার করা হয়। পড়ুয়ারা জানায়, তাদের বলা হয়েছিল, একজন বড় নেতা তাদের সঙ্গে কথা বলতে আসছেন। কিন্তু, তিনি যে রাহুল গান্ধী, সেটা তারা বুঝতেই পারেনি আগে থেকে।

.