কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha election 2019) পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় অথবা রাজ্যের সশস্ত্র বাহিনী মজুত থাকবে। শুক্রবার এই কথা সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (CEO) আরিজ আফতাব। শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়। সমস্ত স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা এবং ভিডিও ক্যামেরাও থাকবে। যদিও, কোন কোন ভোটগ্রহণ কেন্দ্রের জন্য এই দ্বিতীয়টির ব্যবস্থা, তা তিনি খোলসা করেননি। “রাজ্যের প্রতিটি বুথে হয় কেন্দ্র অথবা রাজ্যের সশস্ত্র বাহিনী থাকবে। মাইক্রো অবজার্ভাররাও থাকবেন সেখানে”, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন আরিজ আফতাব। কোন বুথগুলি স্পর্শকাতর তা পর্যবেক্ষকদের কাছ থেকেই জানা হবে বলে জানান তিনি।
বিজেপি ও তৃণমূল বিরোধী ভোটগুলি এক জায়গায় না পড়াটা অসুবিধাজনক: সূর্যকান্ত মিশ্র
প্রতিটি জেলার জেলাশাসক এবং সুপারিনটেনডেন্ট অব পুলিশের সঙ্গে আলোচনা করেই পর্যবেক্ষককরা স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করবে বলেই জানান তিনি।
“পর্যাপ্ত বাহিনী সমস্ত কেন্দ্রের সমস্ত বুথেই থাকবে। প্রয়োজন পড়লে আরও বাহিনী মোতায়েন করা হবে। আপাতত ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে গিয়েছে। তারা বিভিন্ন জায়গায় মার্চও করে ফেলেছে”, বলেন তিনি।
এখনও পর্যন্ত এই রাজ্য থেকে ১১ কোটি ১৫ লক্ষ টাকার বেআইনি নগদ অর্থ এবং ৫ লক্ষ ৪৯ হাজার টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)