Loksabh Elections 2019: ৭৫ এর বেশী বয়স্ক বিজেপি নেতারা লোকসভায় টিকিট পাচ্ছে না: সূত্র
নিউ দিল্লি: নির্বাচনের লড়াই থেকে ৭৫ এর বেশী বয়স্ক নেতাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু বিজেপিতে।গান্ধীনগর কেন্দ্র থেকে লালকৃষ্ণ আডবানিকে(Lal Krishna Advani) সরিয়ে অমিত শাহকে(Amit Shah) প্রার্থী করার পর এবার বাদ পড়লেন নৈনিতালের ভগৎ সিং কোশায়েরি (Bhagat Singh Koshyari), উত্তরাখণ্ডের পাউরি কেন্দ্রের বিসি খাণ্ডুরি(BC Khanduri), হিমাচলের কাংড়ার শান্তা কুমার (Shanta Kumar), তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন ভোটে পড়বেন না।
প্রার্থী হতে না পেরে ইস্তফা দিলেন বঙ্গ বিজেপির এই নেতা
বিজেপির অভ্যন্তরের বক্তব্য, কানপুর কেন্দ্র থেকে এবার টিকিট নাও দেওয়া হতে পারে মুরলি মনোহর জোশীকে (Murli Manohar Joshi)। তবে ইন্দোর থেকে লোকসভার অধ্যক্ষ সুমিতা মহাজনকে (Sumitra Mahajan) টিকিট দেওয়া হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।এবছরই ৭৬ বছরে পা দিলেন তিনি।১৯৮৯ থেকে ইন্দোর কেন্দ্রের জয়ী তিনি।স্থানীয় মানুষজন তাঁকে ভালবেসে “তাই” বলে ডাকেন।১ লক্ষেরও বেশী ভোটের ব্যবধানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রকাশ চন্দ্র শেঠিকে হারিয়েছিলেন তিনি।
গান্ধীনগরে প্রার্থী বদল! বিজেপির দাবি অমিতের জন্যই সফল হতেন আদবানী
গত সপ্তাহে মধ্যপ্রদেশের বর্ষীয়ান বিজেপি নেতা সত্যনারায়ণ বলেন, নিজের কেন্দ্রের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না, সেই কারণে টিকিট দেওয়া উচিত হবে না লোকসভার অধ্যক্ষ সুমিতা মহাজনকে। তাঁর দাবি, “ দল যদি সুমিত্রা মহাজনকে নবমবার টিকিট দেয়, তাহলে আমি বাধ্য হব তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াতে।ইন্দোরে তিনি কোনও কাজ করেন না এবং সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ না রাখায় বেশীরভাগ স্থানীয় বিজেপি কর্মীই তাঁর ওপর অসন্তুষ্ট”।
মোদী অনিল আম্বানি, নীরব মোদী, মেহুল চোকসিদের চৌকিদারঃ রাহুল
রাজ্য বিজেপির মুখপাত্র উমেশ শর্মা বলেন, সত্যনারাণ কে নিয়ে আশাবাদী তাঁরা। সংবাদসংস্থা পিটিআইকে উমেশ শর্মা বলেন, “জনসংঘের সময় থেকে সত্যেন আমাদের বড় নেতা। আমার মনে হয়, আমরা তাঁকে শান্ত করতে পারব এবং দলের প্র্রার্থীকে তিনি সমর্থন করবেন”।
রায়গঞ্জ – মুর্শিদাবাদ সহ ১১ আসনে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস
বাদ পড়তে পারেন ঝাড়খণ্ডের খুন্তি লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বর্ষীয়ান বিজেপি নেতা কারিয়া মুণ্ডা। ৮৪ বছরে পা দিয়েছেন কারিয়া মুণ্ডা।সূত্রের খবর, এই কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডাকে দাঁড় করানো হতে পারে।
সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন বিহারের ৭৯ বছর বয়সী নেতা হুকুম দেব নারায়ণ যাদব। তাঁর কেন্দ্র মধুবনি থেকে ছেলে অশোক যাদবকে আজ প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।