This Article is From May 24, 2019

তৃণমূলকে উপযুক্ত জবাব দেবে বিজেপি: দিলীপ ঘোষ

তৃণমূলের নেতারা বিজেপিতে যোগ দিতে চাইলে কী হবে, সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, যাঁরা তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান, তাঁদের জন্য দরজা খোলা আছে।

Advertisement
অল ইন্ডিয়া
কলকাতা:

রাজ্যে বিজেপি তৃণমূলকে(TMC) “উপযুক্ত জবাব” দেবে বলে হুঁঙ্কার ছাড়লেন বিজেপির BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সদস্য সমাপ্ত লোকসভা নির্বাচনের(Loksabha Elections 2019) ফলাফলকে তৃণমূলের গ্রহণ করা উচিত বলে মন্তব্য করলেন তিনি। মেদিনীপুর(Medinipur Loksabha) লোকসভা কেন্দ্রে তৃণমূলে প্রার্থী মানস ভুঁইঞ্যাকে হারিয়ে সেখানে পদ্মফুল ফুটিয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি। তিনি বলেন, “হার স্বীকার করতে পারছে না। সঠিকভাবে এই ফলকে গ্রহণ করা উচিত। ভয় দেখাতে যদি তৃণমূল সন্ত্রাস করে, এবং আমাদের কর্মীদের ওপর হামলা চালায় তাহলে আমরা সঠিকভাবে জবাব দেব। উপযুক্ত জবাব দেব আমরা”। দিলীপ ঘোষসহ (Dilip Ghosh) রাজ্য থেকে জয়ী হওয়া সাংসদদের দিল্লিতে সংবর্ধনা দেওয়া হবে।

“একটু বুক ধড়ফড় করছিল! আমি জানিই না কেন হারলাম...” জানালেন মুনমুন সেন

দিলীপ ঘোষের (Dilip Ghosh) অভিযোগ, বিরোধীদলের প্রার্থীদের নজিরবিহীনভাবে আক্রমণ করেছে তৃণমূল(TMC) আশ্রিত গুণ্ডারা। লোকসভা নির্বাচনের ফলাফল(Results 2019) মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য জবাব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিজেপির(BJP) রাজ্য সভাপতি বলেন, “বাংলার মানুষ আমাদের ওপর ভরসা করেছেন। বাংলায় অপশাসনের অবসান চান তাঁরা, বিকল্প হিসাবে বিজেপিকে নির্বাচিত করেছেন বাংলার মানুষ”। 

Advertisement

2019 Election Results:মুখে মুখে ''জয় শ্রী রাম'',পশ্চিমবঙ্গেও গেরুয়া ঝড়ের প্রতিফলন

তৃণমূলের(TMC) নেতারা বিজেপিতে যোগ দিতে চাইলে তাঁদের ক্ষেত্রে কী হবে, সেই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি(Dilip Ghosh) জানান, যাঁরা তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান, তাঁদের জন্য দরজা খোলা আছে। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের বাংলার সঙ্গে সঙ্গে দেশজুড়ে গেরুয়া সুনামি বয়ে যায়।এ রাজ্যে ৪২ আসনের মধ্যে ১৮ আসনে পদ্ম ফুটেছে। ২০১৪ লোকসভা নির্বাচনে বঙ্গে দুটি আসন জিতেছিল গেরুয়া শিবির।

Advertisement

West Bengal Election Results 2019: তোষণ না দূর্নীতি কোন কারণে পশ্চিমবঙ্গে মমতার সবুজ দুর্গে ফুটল পদ্মফুল?

২০১৪  লোকসভা নির্বাচনে বাংলায় ৩৪টি আসনে পাপড়ি মেলেছিল ঘাসফুল(TMC) ফুটেছিল, যদিও এবার তা কমে দাঁড়িয়েছে ২২ এ। গতবার রায়গঞ্জ মহম্মদ সেলিম এবং মুর্শিদাবাদ লোকসভা আসনে বদরুদ্দোজা খান জয়লাভ  করেছিলেন। এবার খাতাই খুলতে পারে নি বামেরা।

Advertisement