This Article is From Mar 25, 2019

মনোনয়ন জমা দিলেন শ্রীনগরের প্রার্থী ফারুক আবদুল্লা

Loksabha Elections 2019: শ্রীনগর, বাদগাম এবং গান্দেরবাল- এই তিন জেলা নিয়েই শ্রীনগর লোকসভা কেন্দ্র। মোট ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৯০ হাজার ৩১৮ জন।

মনোনয়ন জমা দিলেন শ্রীনগরের প্রার্থী ফারুক আবদুল্লা

ফারুক আবদুল্লার সঙ্গে ছিলেন তাঁর পুত্র তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।

শ্রীনগর:

শ্রীনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা সোমবার মনোনয়ন জমা দিলেন। ১৮ এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের দিন ভোট কাশ্মীর উপত্যকায়। শ্রীনগরের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেওয়ার সময় দলের অন্যান্য নেতা সহ ফারুক আবদুল্লার সঙ্গে ছিলেন তাঁর পুত্র তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। ফারুক আবদুল্লা তাঁর মনোনয়ন পেশ করতে আসার আগে নিরাপত্তার খাতিরে গোটা এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। এর আগেই নির্বাচন কমিশনের নির্দেশিকাতে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন থাকতে পারেন।

আর প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ যানবাহন থাকতে পারে তিনটি।

শ্রীনগর, বাদগাম এবং গান্দেরবাল- এই তিন জেলা নিয়েই শ্রীনগর লোকসভা কেন্দ্র। মোট ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৯০ হাজার ৩১৮ জন। ১,৭১৬-টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে এখানে। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ মার্চ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.