This Article is From Feb 11, 2019

দয়া করে ওর খেয়াল রাখবেন, ফেসবুকে এভাবেই স্ত্রী প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানালেন রবার্ট

সপ্তাহ দুয়েক আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নাম ঘোষণা হয়েছিল। সেদিনও ফেসবুকে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন রবার্ট বঢরা।  

দয়া করে ওর খেয়াল রাখবেন, ফেসবুকে এভাবেই স্ত্রী প্রিয়াঙ্কাকে  শুভেচ্ছা জানালেন রবার্ট

তিনি লেখেন,  প্রিয়াঙ্কা  আমার প্রিয় বন্ধু, যোগ্য স্ত্রী  এবং সবচেয়ে ভাল মা।

হাইলাইটস

  • ফেসবুকে তিনি লেখেন, প্রিয়াঙ্কা আমার প্রিয় বন্ধু,যোগ্য স্ত্রী এবং ভাল মা
  • আমরা তাঁকে দেশের মানুষের কাজ করতে পাঠালামঃ রবার্ট
  • আমি জানি দেশের মানুষের সেবা করাই আমার স্ত্রীয়ের কাজঃ রবার্ট
নিউ দিল্লি:

সপ্তাহ দুয়েক আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নাম ঘোষণা হয়েছিল। সেদিনও ফেসবুকে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন রবার্ট বঢরা।  এরপর আজ সকালে লখনউ পৌঁছে দাদা রাহুলকে পাশে নিয়ে উত্তরপ্রদেশে রাজধানীতে রোড-শোতে প্রিয়াঙ্কা।  এদিকে বেনামে  বিদেশে সম্পত্তি  করার অভিযোগে রবাটকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। এরই মাঝে ফেসবুকে স্ত্রীকে শুভেচ্ছা জানালেন রবার্ট।  ফেসবুকে তিনি লেখেন,  "প্রিয়াঙ্কা আমার প্রিয় বন্ধু, যোগ্য স্ত্রী এবং সবচেয়ে ভাল মা।  এখন আমরা তাঁকে দেশের মানুষের কাজ করতে  পাঠালাম। দয়া করে ওর খেয়াল রাখবেন। তুমি (প্রিয়াঙ্কা) এখন  দেশের মানুষ কাজ করবে।  আমি চিরকাল আমার সবচেয়ে ভালো বন্ধু।  পাশাপাশি  আমার সন্তানদের মা হিসেবেও নিজের দায়িত্ব নিপুণ ভাবে পালন  করেছ তুমি।  এখন দেশে রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ।  চারপাশে  রাজনৈতিক প্রতিহিংসা চোখে পড়ছে তবু আমি জানি দেশের মানুষের সেবা করাই আমার স্ত্রীয়ের কাজ"।  এর আগে যেদিন প্রিয়াঙ্কার নাম দলীয় পদের জন্য ঘোষণা হয় সেদিন  নিজের স্ত্রীকে পি বলে  সম্মোধন করেন রবার্ট।  তিনি লেখেন,  "পিয়ের প্রতি আমার শুভেচ্ছা রইল"। 

দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে চন্দ্রবাবুর অনশনকে সমর্থন জানালেন মমতা

 

 

আর্থিক তছরূপ সংক্রান্ত অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি)-র অফিসে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ব্যবসায়ী রবার্ট বঢড়া। প্রথম দিন  স্বামীকে ইডি অফিসে পৌঁছে দিয়ে  যান স্ত্রী প্রিয়াঙ্কা।  সেদিন এনডিটিভিকে  তিনি বলেন, "আমি আমার স্বামী এবং পরিবারের পাশে  আছি"।   

দাদা রাহুলকে সঙ্গে নিয়ে লখনউতে রোড শো শুরু করলেন প্রিয়াঙ্কা গান্ধী

লন্ডনে ১.৯ পাউন্ড মিলিয়ন অর্থ খরচ করে কেনা  একটি সম্পত্তিকে ঘিরেই গোলমাল দানা বেঁধেছে। আদালতে ইডি বলে এই সম্পত্তি ছাড়া আরও লন্ডনে দুটি বাড়ি এবং ৬টি ফ্ল্যাট আছে রবার্টের। পাশাপাশি আদালতে ইডি বলে তাঁর থেকে তথ্য জানা দরকার। এরপরই জেরা  শুরু হয়েছে। প্রথম দিনের পর আরও  কয়েক দফায় জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন রবার্ট।           

 

 

.