This Article is From Mar 12, 2019

"কেউ আমার সঙ্গে পাঙ্গা নিতে এলে আমি চাঙ্গা হয়ে যাই", মোদীকে তোপ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই প্রধানমন্ত্রীর সম্বন্ধে একটা কথা বলতেও আমার লজ্জা হয়। ফাঁকা কলসির আওয়াজ বেশি"।

কলকাতা:

উত্তরবঙ্গের ময়নাগুড়িতে শুক্রবার জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকে একের পর এক তোপ দাগেন পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে। তিনি বলেন, "তৃণমূল এখন কমিউনিস্ট পার্টি পার্ট টু হয়ে গিয়েছে। রাজ্যে কোনও উন্নয়ন নেই। শাসকদল কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত"। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার উন্নয়নে বিশ্বাসী। কাজে বিশ্বাসী। তাই বন্ধ চা বাগানগুলো ফের খোলা হচ্ছে। সাম্প্রতিক বাজেটেও গরিব, মধ্যবিত্ত ও শ্রমিক শ্রেণীটির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান। তাঁর কথায়, "আমাদের সরকার গরিবদের এমন সব সুবিধা দিচ্ছে যা তারা ভাবতেই পারত না। গরিবদের জন্য ২ লক্ষ টাকা বিমা করানো হয়েছে, যা বিপদে কাজে লাগবে"। দেশের ৩১ কোটি গরিব মানুষ এই সুবিধা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

তৃণমূল সরকারকে কমিউনিস্ট পার্ট টু বলে কটাক্ষ করলেন মোদী

মোদীর সভা শেষ হওয়ার পরই তাঁর বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এই প্রধানমন্ত্রীর সম্বন্ধে একটা কথা বলতেও আমার লজ্জা হয়। ফাঁকা কলসির আওয়াজ বেশি। ৪ মাস আগে হাইকোর্টের প্রধান বিচারপতি এই বিজ্ঞপ্তি জারি করেছিলেন। কিন্তু, সেই বিজ্ঞপ্তিটিতে বলা কথাগুলো কার্যে পরিণত করতে ইচ্ছে করে দেরি করে কেন্দ্র"। তিনি বলেন, "কেন্দ্রকে আরও একবার একটা কথা মনে করিয়ে দিতে চাই। মমতাকে চমকানো অত সহজ নয়। ত্রিপুরাতে ওরা যেভাবে টাকা দিয়ে ভোট কিনেছিল, বাংলাতে তা হবে না। মনে রাখবেন, আমার সঙ্গে পাঙ্গা নিলে আমি চাঙ্গা হয়ে যাই"।

.