This Article is From Mar 18, 2019

রাজ্যে কংগ্রেসের অন্যায্য দাবি কোনওভাবেই মানবে না বামফ্রন্ট, জানাল সিপিআই

Loksabha Elections 2019:বামফ্রন্টের(Left Front) আসনবন্টনের ফর্মুলা অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২২'টি আসনে লড়াই করবে সিপিএম(CPIM)।

রাজ্যে কংগ্রেসের অন্যায্য দাবি কোনওভাবেই মানবে না বামফ্রন্ট, জানাল সিপিআই

Loksabha Elections 2019:"নিজেদের সম্মান নষ্ট করে কোনওরকম জোট করব না আমরা", বলেন সোমেন মিত্র।

হায়দরাবাদ:

সিপিআই-এর (CPI) সাধারণ সম্পাদক General Secretary) সুরাভরম সুধাকর রেড্ডি সোমবার বললেন, পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের (Lok Sabha election) জন্য আসনবন্টন নিয়ে কংগ্রেসের (Congress) ‘অন্যায্য' দাবি কোনওভাবেই মানবে না বামফ্রন্ট। প্রসঙ্গত, এই রাজ্যে কংগ্রেস ও বামফ্রন্টের (Left Front) জোটগঠন করা নিয়ে দীর্ঘ আলোচনার পরে এখন দুই দলই লোকসভায় পৃথকভাবে লড়াই করার তোড়জোর শুরু করেছে। তিনি বলেন, “ওরা (কংগ্রেস) ১৭'টি আসনে লড়ার দাবি জানিয়েছিল। বামফ্রন্ট ওদের কাছে ১২'টি আসন ছাড়ার প্রস্তাব রাখে। ওরা আরও যে ৫'টি আসনের দাবি করে, সেগুলি সবই বামফ্রন্টের আসন। এটা অন্যায্য। এর মধ্যে বেশ কয়েকটি আসনে আগের নির্বাচনে ওরা ২ থেকে ৩ শতাংশ ভোট পেয়েছিল”। সংবাদসংস্থা পিটিআইকে এই কথা বলেন তিনি। তাঁর কথায়, বসিরহাট লোকসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে সিপিআই পেয়েছিল ৪ লক্ষ ভোট। অন্যদিকে, কংগ্রেস পায় ১ লক্ষ ভোট। তা সত্ত্বেও, ওদের দাবি ওই আসন থেকে এবারে লড়াই করবে কংগ্রেস। এটা কী করে সম্ভব? এমন দাবি বামফ্রন্ট কখনওই মেনে নেবে না। ওরা ফরওয়ার্ড ব্লকের একটি আসন এবং সিপিএমের তিনটি আসনও চেয়ে বসেছিল। এর ফলে, ব্যাপারটি ভীষণ জটিল হয়ে যেত।

ভুল বোঝাবুঝি তৈরির চেষ্টা বন্ধ করুক কংগ্রেস, তোপ মায়াবতীর

বামফ্রন্টের আসনবন্টনের ফর্মুলা অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২২'টি আসনে লড়াই করবে সিপিএম। সিপিআই ও ফরওয়ার্ড ব্লক লড়াই করবে তিনটি করে আসনে এবং আরএসপি লড়াই করবে একটি আসন থেকে। বাকি ১২'টি আসনে লড়াই করবে কংগ্রেস। রবিবার কংগ্রেস লোকসভায় একা লড়াই করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর এখন কীভাবে ৪২'টি আসনকে বামশরিকদের মধ্যে ভাগ করা হবে, তা নিয়ে বৈঠক করবে বামফ্রন্ট।

ভেস্তে গেল জোট প্রক্রিয়া, বাংলায় একাই লড়বে কংগ্রেস

রবিবার সন্ধেবেলা একটি রুদ্ধদ্বার বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নিজেদের সম্মান নষ্ট করে কোনওরকম জোট করব না আমরা। কারা প্রার্থী হবেন বা হবেন না, সেই ব্যাপারে বামফ্রন্ট আমাদের ওপর ছড়ি ঘোরাতে পারে না। আমরা বাংলায় একাই লড়ব"।    



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.