নিউ দিল্লি: মহাজোটের নেতাদের নিয়ে কলকাতায় সমাবেশের তিন সপ্তাহ পর গণতন্ত্র ও সংবিধান রক্ষার দাবিতে দিল্লির যন্তরমন্তরের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়। যন্তরমন্তরের ধরনাকে “মহাজোট ২.০” হিসাবেই দেখা হচ্ছে।এবারের বিরোধী সমাবেশের নেতৃত্বে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লির রওনা হওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নরেন্দ্র মোদী জানেন, তিনি আর ক্ষমতায় ফিরবেন না।আমরা ১৫ দিনের মধ্যে নির্বাচনের নির্ঘন্ট পাব।আমরা একটা নতুন সরকার দেখতে চাই, দেশ ঐক্যবদ্ধ ভারত দেখতে চায়, যেখানে গণতন্ত্র অক্ষুণ্ম থাকবে”।
২০জানুয়ারি ব্রিগেডের সমাবেশে যোগ দেওয়া নেতাদের মধ্যে ২০ টি দলের নেতা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।
একটি সূত্র জানিয়েছে, “প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী, ছাড়াও সংসদীয় দলের নেতারা উপস্থিত থাকবেন সমাবেশে”।
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, কানিমোঝি, ন্যাশনাল কনফারেন্সের নেতারাও দিল্লিতে উপস্থিত। অসুস্থ থাকায় গত দুদিন বিহার বিধানসভাতেও যান নি তেজস্বী যাদব।
তিনি বলেন, "বাংলায় আমরা ৪২ টি আসনেই জিতব"
তিনি বলেন, মিডিয়াকে বলছি হোয়াটস অ্যাপ করবেন না, সব জায়গায় বিজেপি গোলমাল করে রেখেছে"
ডেমোক্র্যসি নমোক্র্যসি এবং মোদীক্র্যসি হয়ে গিয়েছে: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কথা বললেই সিবিআই পাঠায়, আমি বলেছি কখন আসবেন বলুন, খাবার তৈরি করে রেখেদেব"।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহকে গব্বর বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
তাঁর মন্তব্য, "বাংলায় তৃণমূলের শক্তি বেশি, আমরাই লড়ব,সমঝোতা হলেও ভোট আসবে না। আমরা এ সবে অভ্যস্ত"।
যন্তরমন্তরের সমাবেশে তৃণমূলনেত্রী বলেন, "আমি সংসদে গিয়ে বলে এসেছি জায়গা রাখুন মোদীর ছবি লাগাতে হবে"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "এরা গান্ধীকে সম্মান করে না"
তিনি বলেন, "পুলিশ অফিসারদের পদক নিয়ে নেবে বলেছে। আমি বলছি আরও বেশি করে মেডেল দেব"
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করে সরকার"
"বিজেপি থাকলে আপনার ব্যাঙ্কের টাকা আপনি তুলতে পারবেন না": মমতা
"মোদীর কাছে ভয় দেখতে কুড়ি দিন আছে": মমতা
"আজ মোদীর লোকসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এই সরকারের মেয়াদ শেষ": মমতা
"মোদী হারলে রামলীলা ময়দানে বড় সভা হবে": মমতা
যন্তরমন্তরে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়