This Article is From Mar 26, 2019

রাজ্যে প্রচারে আসবেন মোদী, যোগী, শাহ

Loksabha Elections 2019: গতবার রাজ্যের দুটি আসনে জিতেছিল গেরুয়া শিবির, এবার ৪২ আসনের মধ্যে ২৩ টিতে জয়ের লক্ষ্য বিজেপির।

রাজ্যে প্রচারে আসবেন মোদী, যোগী, শাহ
কলকাতা:

লোকসভা নির্বাচনে সাত দফায় ভোটগ্রহণ হবে এ রাজ্যে। সবকটি দফাতেই রাজ্যে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলের এক বর্ষীয়ান নেতা জানিয়েছেন, ৩ এপ্রিল ব্রিগেডে প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি বলেন, “রাজ্যের প্রতিটি দফায় অন্তত একটি করে সভা করবেন মোদীজী।প্রতিটি দফায় একটি করে সভা করবেন অমিত শাহজীও।সব মিলিয়ে মোট ৮ টি সভা সভা করবেন যোগী”।

লোকসভায় বিজেপির টিকিট পাচ্ছেন না ৭৫ এর বেশী বয়স্করা

এ রাজ্যকে পাখির চোখ করেছে বিজেপি।গতবার রাজ্যের দুটি আসনে জিতেছিল গেরুয়া শিবির, এবার ৪২ আসনের মধ্যে ২৩ টিতে জয়ের লক্ষ্য বিজেপির। দলের নেতাদের মতে, ২০২১ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অল আউট আক্রমণে ঝাঁপানোর আগে লোকসভা নির্বাচনই সেমিফাইনাল তাঁদের কাছে। দলের এক বর্ষীয়ান নেতা জানান, পূর্ব ভারতে ওড়িশা ছাড়াও এ রাজ্যে নজর রয়েছে দলীয় নেতৃত্বের। ১১ এপ্রিল এ রাজ্যে সাত দফায় ভোটগ্রণ শুরু হবে।১৯ মে শেষ দফার ভোটগ্রহণ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.