This Article is From May 20, 2019

সন্ত্রাসের অভিযোগে আটটি লোকসভা কেন্দ্রের কয়েকটি বুথে পুননির্বাচনের দাবি জানাল বিজেপি

Loksabha Elections 2019: রাজ্যের ন’টি কেন্দ্রে রবিবার ভোট হয়। বিভিন্ন জায়গা থেকে গোলমালের খবর আসতে থাকে সারা দিন ধরে।

সন্ত্রাসের অভিযোগে আটটি লোকসভা কেন্দ্রের কয়েকটি বুথে পুননির্বাচনের দাবি জানাল বিজেপি

Loksabha Elections 2019: গণনা পর্যন্ত এ রাজ্যে বাহিনী রেখে দেওয়ার দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী

কলকাতা:

লোকসভা নির্বাচনের (General Elections 2019) শেষ দফাতেও অশান্তি এড়ানো যায়নি। রাজ্যের ন'টি কেন্দ্রে রবিবার ভোট হয়। বিভিন্ন জায়গা থেকে গোলমালের খবর আসতে থাকে সারা দিন ধরে।বিজেপির দাবি তৃণমূলের সন্ত্রাস করেছে। আর তাই ন'টির লোকসভা কেন্দ্রের ৮টির মধ্যে বেশ কিছু বুথে পুনঃনির্বাচনের (Re-polling) দাবি করেছে গেরুয়া শিবির। প্রায় দেড় কোটি ভোটার ভোট ছিল রবিবার। তার মধ্যে গড়ে ৭২ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে বাংলায়। বিজেপির অভিযোগ সন্ত্রাস করে বহু জায়গায় ভোটারদের বাড়ি থেকে বেরোতেই দেয়নি বাংলার শাসক দল।

বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘ডায়মণ্ড হারবার , কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর বসিরহাট, মথুরাপুর এবং জয়নগরে বেশিরভাগ বুথেই নির্বাচন করতে দেয়নি তৃণমূলের গুন্ডারা। তাই আমরা পুননির্বাচনের দাবি জানিয়েছি।' পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘তৃণমূল হারে ভয় পেয়েছে তাই তারা সন্ত্রাস করছে।' বিজেপি মনে করে তৃণমূল হার সম্পর্কে নিশ্চিত আর তাই তাদের মাথার ঠিক নেই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ তৃণমূল নেতারা বুঝতে পারছেন তাদের পরাজয় নিশ্চিত। তাই তাঁরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কেন্দ্রীয় বাহিনী সুষ্ঠুভাবে ভোট করাতেই এখানে এসেছে। কিন্তু তৃণমূল তাদের কাজ করতে দিচ্ছে না। জয় সম্পর্কে যদি তৃণমূল নিশ্চিত হয় তাহলে কেন্দ্রীয় বাহিনীকে বাদ দেওয়া হচ্ছে কেন? রাজ্যের পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতারাও বলেছেন, ‘ তৃণমূল পশ্চিমবঙ্গে লাগামহীন সন্ত্রাস করছে।‘ আর তাই গণনা পর্যন্ত এ রাজ্যে বাহিনী রেখে দেওয়ার দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে বিজেপির আরও অনেক প্রথম সারির নেতা। নির্মলা বলেন, ‘আমরা আশঙ্কা করছি ভোট মিটে গেলেই তৃণমূল পরিকল্পিতভাবে সন্ত্রাস করবে। আর তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি প্রয়োজন। তৃণমূল সন্ত্রাসের পথ থেকে সরে আসেনি। সকলেই জানে রাজ্যে কারা সন্ত্রাস করছে।'

.