This Article is From Feb 07, 2019

মোদীকে ভীতু বললেন রাহুল, সাহস থাকলে রাফাল বিতর্ক করুন প্রধানমন্ত্রী, দাবি কংগ্রেস সভাপতির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর মতে  মোদী ভীতু। রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে বিতর্কের জেরেই মোদীকে  এভাবে বাক্যবাণে  বিদ্ধ করেন রাহুল।

হাইলাইটস

  • প্রধানমন্ত্রীকে ভীতু বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি
  • সৎ সাহস থাকলে আমার সঙ্গে পাঁচ মিনিট বিতর্ক করুন মোদী দাবি রাহুলের
  • নভেম্বর মাসেও মোদীকে এ নিয়ে বিতর্কে বসার জন্য আহ্বান জানান রাহুল
নিউ দিল্লি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর মতে  মোদী ভীতু। রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে বিতর্কের জেরেই মোদীকে এভাবে বাক্যবাণে বিদ্ধ করেন রাহুল।

তিনি বলেন,  "সৎ সাহস থাকলে প্রধানমন্ত্রী আমার সঙ্গে  পাঁচ মিনিটের জন্য কথা বলতে আসুন।  সাহস থাকলে আমার সঙ্গে বিতর্কে মুখোমুখি হন"।

"আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি বলেছেন আপনার ৫৬ ইঞ্চির ছাতি আছে তাহলে  আলোচনায় আসুন"। কংগ্রেসের সংখ্যালঘু সেলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন  কংগ্রেস সভাপতি।

মোদীর 'মন কি বাত'-এর জবাবে কংগ্রেসের 'আপনি বাত রাহুলকে সাথ'

এর আগে নভেম্বর মাসেও  মোদীকে এ নিয়ে বিতর্কে বসার জন্য আহ্বান জানান  রাহুল। এদিন আরও একবার তিনি বলেন, প্রতিটি ভারতীয়র  রোজগারের স্বপ্ন পূরণ হবে।

রাফাল নিয়ে মোদীকে কয়েক মাস ধরেই   তীব্র আক্রমণ করে চলেছেন রাহুল। একবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। রাহুল বলেছিলেন রাফাল যুদ্ধ বিমান নিয়ে বিতর্ক এড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী।

কৃষকদের সাহায্য করার নামে তাঁদের অপমান করছে মোদী সরকারঃ রাহুল

দুর্নীতির  অভিযোগ থেকে বাঁচতে এক মহিলার সাহায্য নিচ্ছেন। ৩৬ টি রাফাল বিমান কেনা নিয়ে যে অভিযোগ উঠছে তার জবাব প্রধানমন্ত্রীরই দেওয়া  উচতি ছিল।

পাল্টা তাঁকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,এ ধরনের মন্তব্য করে শুধু মহিলা প্রতিরক্ষা মন্ত্রীকে নয়, সমগ্র নারী জাতিকে অপমান করেছেন।                                                                           

 

ডিসক্লেইমারঃ রাফাল নিয়ে কভারেজের জন্য এনডিটিভির বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মামলা করেছে অনীল আম্বানির রিলায়েন্স। 

 

            

.