কংগ্রেস(Congress) সূত্রের খবর, রায়গঞ্জ (Raigunj) এবং মুর্শিদাবাদ(Murshidabad) লোকসভা আসনে সিপিএম(CPIM) প্রার্থী ঘোষণা করার পরেই অখিল ভারতীয় কংগ্রেস (AICCC) কমিটিকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে প্রদেশ কংগ্রেস(Pradesh Congress) (ফাইল ছবি)।
কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে(Loksabha Elections 2019) সিপিএম(CPIM) ও কংগ্রেসের(Congress) আসন সমঝোতা নিয়ে জট ছাড়াতে হস্তক্ষেপ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী(Rahul Gandhi) এবং সিপিএমের(CPIM) সম্পাদক সীতারাম ইয়েচুরির(Sitaram Yechuri)। কংগ্রেস(Congress) সূত্রের খবর, রায়গঞ্জ (Raigunj) এবং মুর্শিদাবাদ(Murshidabad) লোকসভা আসনে সিপিএম(CPIM) প্রার্থী ঘোষণা করার পরেই অখিল ভারতীয় কংগ্রেস (AICCC) কমিটিকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে প্রদেশ কংগ্রেস(Pradesh Congress)।প্রদেশ কংগ্রসের এক বর্ষীয়ান নেতা বলেন, “আমরা জানতে পেরেছি, বিষয়টি নিয়ে আলোচনা করেছেন রাহুল গান্ধী(Rahul Gandhi) এবং সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri)। প্রদেশ কংগ্রেস নেতা এবং রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী দীপা দাশমুন্সির (Deepa Dasmunshi) সঙ্গে আলোচনার পর ঠিক হয়েছে, ওই দুই কেন্দ্রে প্রার্থী দেবে না কংগ্রেস”।
রায়গঞ্জ এবং মুর্শিদাবাদে প্রার্থী ঘোষণা করল সিপিএম, কংগ্রেস বলল দুর্ভাগ্যজনক ব্যাপার
প্রদেশ কংগ্রেসের ওই নেতা জানিয়েছেন, বিষয়টির অগ্রগতি নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক আলোচনা হয় নি। রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে কথাবার্তার মধ্যেই শুক্রবার রায়গঞ্জ (Raigunj) ও মুর্শিদাবাদ((Murshidabad) কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে বামেরা।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ থেকে লড়তে পারেন বর্তমান সাংসদ মহম্মদ সেলিম(Mohammed Salim) এবং বদরুদোজ্জা খান(Badaruddoza Khan)এই ঘোষণায় ক্ষুণ্ন হয়েছে প্রদেশ কংগ্রেস, কারণ, এই দুটি আসনে সমঝোতায় রাজি ছিল না তারা।
লোকসভার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস, রয়েছেন সোনিয়া-রাহুল, নেই প্রিয়াঙ্কা
সোমবার, দুই দলের দখলে থাকা রাজ্যের ছয় আসনে তারা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা না করার প্রস্তাব পাশ করেছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি(CPI(M) central committee) ।বিজেপি এবং তৃণমূল বিরোধী ভোটকে এক জায়গায় আনতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
২০১৪ লোকসভা নির্বাচনে রাজ্যের চারটি আসনে জেতে কংগ্রেস, অন্যদিকে, রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ যায় বামেদের দখলে।২০১৪ লোকসভা নির্বাচনে সিপিএমের জেতা দুটি আসনই কংগ্রসের ঘাঁটি বলে পরিচিত।
রায়গঞ্জ, মুর্শিদাবাদ ছাড়বে না সিপিএম, জোট নিয়ে অনিশ্চয়তার মাঝে সীতারামের সঙ্গে কথা বলবেন রাহুল
গতবার চারমুখী লড়াইয়ে দুটি আসনে জয়লাভ করে সিপিএম। উত্তরদিনাজপুরের রায়গঞ্জ আসনটি কংগ্রস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির(Priya Ranjan Dasmunsi) গড় বলে পরিচিত অন্যদিকে, মুর্শিদাবাদের রাজনীতি পরিচালিত হয়, অন্যতম নেতা তথা বামেদের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করা অধীর চৌধুরীর(Adhir Chowdhury) দ্বারা।