Lok Sabha elections 2019: আজ বিজেপিতে যোগ দিলেন অভিনেতা সানি দেওল(Sunny Deol)।
হাইলাইটস
- গত সপ্তাহে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন সানি দেওল
- পঞ্জাবের গুরুদাসপুরে সম্ভাব্য প্রার্থী তিনি
- বিজেপিতে তাঁকে স্বাগত জানান নির্মলা সীতারামন, পিযুষ গোয়েল
নিউ দিল্লি: বিজেপিতে যোগ দিলেন অভিনেতা সানি দেওল (Sunny Deol । একদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেছেন তিনি। পদ্ম শিবিরে যোগ দিয়ে মঙ্গলবার অভিনেতা বলেন, “আমার বাবা অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে ছিলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকতে চাই। পরের পাঁচ বছরে প্রধানমন্ত্রী মোদীকেই চাই”। সানি দেওলকে(Sunny Deol) বিজেপিকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ১৯৭১-এর ভারত-পাকিস্তান সম্পর্কের ওপর তৈরি সিনেমা “বর্ডার”-এর প্রসঙ্গ তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী(Nirmala Sitharaman) বলেন, “সানি দেওলের বর্ডার সিনেমা দেখিয়েছে, জাতীয়তাবাদ এবং দেশাত্মবোধকে কত সুন্দরভাবে একটি সিনেমায় তুলে ধরে মানুষের মন ছোঁয়া যায়”।
বিজেপিতে যোগ দিয়ে অভিনেতা সানি দেওল (Sunny Deol)বলেন, “পরের পাঁচ বছর আমি প্রধানমন্ত্রী মোদীকেই চাই”।
কেন্দ্রীয়মন্ত্রী পিযুষ গোয়েল বলেন, “যখন এটা মন থেকে আসে, অভিনয় প্রয়োজন হয় না”।
প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্র বারাণসীতে শ্যুটিং হয়েছে সানি দেওলের(Sunny Deol)শেষ ছবি “মহল্লা আস্সি”(Mohalla Assi)সিনেমার। অযোধ্যায় রামমন্দির নির্মাণে করসেবকের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে সানি দেওলকে।