কলকাতা: কলকাতায় রোড শো করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তার আগে রাজ্য বিজেপির সঙ্গে আরও একবার সংঘাতে জড়াল কলকাতা পুলিশ। এমনিতেই অমিত শাহর কর্মসূচি সম্পর্কে কয়েকটি বিষয় দুপক্ষের মধ্যে মতবিরোধ ছিল। এরই মধ্যে রোড শো শুরু হয়। তবে তার আগে সকালে রাস্তার ধারে মঞ্চ বাধা নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা হয়। রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করেন। সংবাদ মাধ্যমে কয়েকটি ভিডিও এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন বিজয়বর্গীয়। পুলিশ রাস্তার ধারে স্টেজ করার অনুমতি দেয়নি । পুলিশের দাবি অনুমতি চাওয়াও হয়নি। তবু মঞ্চ করা হয়েছে। তাই পুলিশ সেগুলি খুলে দিতে বলে। বিজেপি রাজি হয়নি।
প্রতিবাদে ধর্মতলা ধর্নায় বসলেন বিজয় বর্গীয়। কিছুটা সময় পর ধরনা উঠতে যায়।এরপর নির্ধারিত সূচি মেনেই শুরু হয় বিজেপি সভাপতি রোড শো।