This Article is From Feb 28, 2019

মোদীকে চাই প্রধানমন্ত্রী হিসাবে, দাবি নিয়ে বাইকে চড়ে দেশ ঘুরছেন চেন্নাইয়ের তরুণী

দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এমনই একটি ইচ্ছা তাঁর। সেই ইচ্ছাকে চরিতার্থ করার লক্ষ্যেই চেন্নাই-এর এক মহিলা ৫৬ দিন ধরে বাইকে চেপে ঘুরছেন গোটা দেশ।

মোদীকে চাই প্রধানমন্ত্রী হিসাবে, দাবি নিয়ে বাইকে চড়ে দেশ ঘুরছেন চেন্নাইয়ের তরুণী

এই যাত্রায় তাঁর সঙ্গে রয়েছেন আরও ২৫ জন।

লখনউ:

দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এমনই একটি ইচ্ছা তাঁর। সেই ইচ্ছাকে চরিতার্থ করার লক্ষ্যেই চেন্নাই-এর এক মহিলা ৫৬ দিন ধরে বাইকে চেপে ঘুরছেন গোটা দেশ। রাজলক্ষ্মী মুন্দ্রা নামের ওই মহিলা এখনও পর্যন্ত দেশের বহু রাজ্যে বাইক নিয়ে ঘুরে মোট ১০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। বৃহস্পতিবার তিনি লখনউতে এসে পৌঁছন। লখনউতে তাঁকে ভারতীয় জনতা পার্টির সদর দফতরে স্বাগত জানান ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী চেতন চৌহান। এবং বিজেপির কার্যনির্বাহী সম্পাদক সুনীল বনশল। কিন্তু কেন এই বাইক ভ্রমণ? উত্তরে রাজলক্ষমী মুন্দ্রা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কাজ দিয়ে দেশের বহু মানুষের হৃদয় জিতে নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণাই তাঁকে এই বিরাট বাইক ভ্রমণ শুরু করতে সাহায্য করেছে।

"কংগ্রেসের সঙ্গে জোট করার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে": অরবিন্দ কেজরিওয়াল

তিনি বলেন, "আমি চাই দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে বসুন নরেন্দ্র মোদী এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যান"।

প্রসঙ্গত, এর আগে কোমরে দড়ি বেঁধে ভর্তি ট্রাক টেনে নিয়ে যাওয়ায় গিনেস বুক অব রেকর্ডেও নাম তুলেছেন রাজলক্ষ্মী মুন্দ্রা।

এখনও প্রায় ৫,২২৫ কিলোমিটার যাত্রা বাকি। তারপরই তিনি গিয়ে পৌঁছবেন দিল্লিতে। এই যাত্রায় তাঁর সঙ্গে রয়েছেন আরও ২৫ জন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.