This Article is From Mar 19, 2019

কল্যাণমূলক কাজগুলি বন্ধ করা ঠিক হবে না ভোটের সময়, বললেন মমতা

Loksabha Elections 2019: খুব দ্রুতই নির্বাচন কমিশনের সঙ্গে প্রকল্পগুলি নিয়ে মুখ্যসচিব কথা বলবেন বলেও জানান তিনি।

কল্যাণমূলক কাজগুলি বন্ধ করা ঠিক হবে না ভোটের সময়, বললেন মমতা
কলকাতা:

লোকসভা নির্বাচনের(Loksabha Elections 2019) আগে লাগু হওয়া আদর্শ আচরণবিধির মধ্যে পড়া ঠিক হবে না রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি, সোমবার এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । লোকসভা ভোটের সময় প্রকল্পগুলি যাতে চালু রাখা যায়, তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকার কথা বলবে বলেও জানান মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee)। দুঃস্থ মহিলাদের জন্য চালু করা ‘রূপশ্রী' বা দরিদ্র পরিবারের কারও মৃত্যু হলে সৎকার্যের জন্য আর্থিক সাহায্যের প্রকল্প ‘সমব্যাথি', র  মতো সমাজকল্যাণমূলক প্রকল্পগুলি নির্বাচনর সময় বন্ধ করা উচিত হবে না বলে প্রশ্নের উত্তরে জানান মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।তিনি বলেন, “আমরা চাই না, নির্বাচনের জন্য, নির্বাচনের বহু আগে চালু করা প্রকল্পগুলি থেকে মানুষকে বঞ্ছিত করতে।ভোটের সময় কি কারও বিয়ে হয় না? কোনও গরীব পরিবারের কারও মৃত্যু হলে, তাঁরা কি শেষকৃত্যের জন্য সমস্যায় পড়েন না”?

আপনি কি দেশের সঙ্গে আছেন? মমতাকে 'প্রশ্ন' নির্মলার

খুব দ্রুতই নির্বাচন কমিশনের সঙ্গে প্রকল্পগুলি নিয়ে কথা বলবেন মুখ্যসচিব।মুখ্যমন্ত্রী(CM Mamata) এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু হবে, সেই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সঠিক সময়েই শুরু করব”। তিনি জানান, “আগে আমাদের ইস্তেহার প্রকাশ  হোক। আইসিএসই, সিবিএসই, আইএসসি পরীক্ষাও চলছে, আমরা পড়ুয়াদের অসুবিধা করতে চাই না”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.