কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচন হবে একাট্টা ভারতের জন্য, নরেন্দ্র মোদী সরকারকে ক্ষমতাচ্যূত করবেন সাধারণ মানুষ, হারবেন বিজেপি (BJP) নেতারা, ফলে ভোটের পর ভারতীয় জোকার পার্টি (Bharatiya Joker party) হয়ে যাবে বিজেপি (BJP), সোমবার বললেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । পাশাপাশি বিজেপির (BJP)বিরুদ্ধে দেশ এবং রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টার অভিযোগ তুললেন তিনি (Abhishek Banerjee) ।দক্ষিণ ২৪ পরগনায় একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) বলেন, “এটা(লোকসভা ভোট)ঐক্যবদ্ধ ভারতের জন্য লড়াই। এটা দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার লড়াই, এইসব ধংস করতে চাইছে বিজেপি”।তিনি আরও বলেন, “নির্বাচনের পর মোদী সরকারকে ছুঁড়ে ফেলবেন দেশের মানুষ। দলের বেশীরভাগ প্রার্থীই হারবে, ফলে ভোটের পর ভারতীয় জোকার পার্টিতে( Bharatiya Joker Party) পরিণত হবে বিজেপি”।
কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কমল হাসান
এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আসন্ন লোকসভা নির্বাচন, বিজেপির বিভাজনের রাজনীতি থেকে দেশকে রক্ষার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লড়াই।
বিজেপির বিরুদ্ধে আক্রমণের ধারা অব্যাহত রেখে তিনি বলেন, “ভোটের ঠিক আগে এরা ধর্মের কথা বলবে। কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতির কী হল? ২ কোটি চাকরি এবং ২০১৪ সালে দেওয়া অন্যান্য প্রতিশ্রুতির কী হল? দেশের মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলবেন”
রাজ্যে সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছেন মমতাঃ বিজেপি
বিজেপির বিরুদ্ধে আক্রমণের ধারা অব্যাহত রেখে তিনি বলেন, “ভোটের ঠিক আগে এরা ধর্মের কথা বলবে। কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতির কী হল? ২ কোটি চাকরি এবং ২০১৪ সালে দেওয়া অন্যান্য প্রতিশ্রুতির কী হল? দেশের মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলবেন”
ভোটে লড়তে দুটি প্রিয় জার্সি নিলামে তুললেন বাইচুং
সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, রাজ্যে বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস।তিনি বলেন, “রাজস্থানে যখন আফরাজুলকে বিজেপির গুণ্ডারা মেরে ফেলেছিল, তখন রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল তৃণমূল।বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলই একমাত্র লড়াই করছে”।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)