This Article is From Mar 26, 2019

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Loksabha Elections 29019: সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌর্হাদ্য রক্ষার আবেদন জানান তিনি(Mamata Banerjee)

বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা:

নাম না করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিজেপি, বিভাজন তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন তিনি, পাশাপাশি বললেন,. ভিন্নমত হলেই তাঁর গায়ে “পাকিস্তানি” তকমা সেঁটে দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌর্হাদ্য রক্ষার আবেদন জানান তিনি(Mamata Banerjee), পাশাপাশি দেশে শান্তি ও উন্নতি বজায় রাখতে সবধর্মের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেন, “ঘৃণার বিস্তার এতটাই, যে কোনও একটি দলের বিরুদ্ধে বললেই, তিনি পাকিস্তানি হয়ে যাচ্ছেন”।

তিনি আরও বলেন, “আমরা না শত্রুতা চাই, না ঘৃণা চাই। দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা চাই শান্তি ও অগ্রগতি। ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন চাই না আমরা”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.