This Article is From Jan 29, 2019

বিজেপিকে একবার সুযোগ দিন মোদীর নেতৃত্বে সোনার বাংলা নির্মাণ হবে: অমিত শাহ

কয়েকদিনের ব্যবধানে রাজ্যে এসে আবার তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, রাজ্যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বোমের কারখানা খোলা হচ্ছে।

বিজেপিকে একবার সুযোগ দিন মোদীর নেতৃত্বে সোনার বাংলা নির্মাণ হবে: অমিত শাহ

হাইলাইটস

  • কয়েকদিনের ব্যবধানে রাজ্যে এসে আবার তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি
  • একবার পরিবর্তন করুন। চিটফান্ডের টাকা ফিরিয়ে দেবঃ বিজেপি সভাপতি
  • 'অনুপ্রবেশকারীদের ছাড়া সরকার বিজেপি ছাড়া আর কেউ গড়তে পারবেন না'
কলকাতা:

কয়েকদিনের ব্যবধানে রাজ্যে এসে আবার তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। কাঁথির জনসভা থেকে তিনি বলেন, রাজ্যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বোমের কারখানা খোলা হচ্ছে। চিত্রকরের ছবি এক লাখ  টাকায় বিক্রি হয়। মুখ্যমন্ত্রী র ছবি চিটফান্ড মালিকরা কেনে।  একবার পরিবর্তন  করুন। চিটফান্ডের টাকা  ফিরিয়ে দেব। অনুপ্রবেশকারীরা  তৃণমূলের ভোট ব্যাঙ্ক। অনুপ্রবেশকারীদের ছাড়া সরকার বিজেপি ছাড়া আর কেউ বানাতে পারবেন না। বিজেপিকে সুযোগ  দিন মোদীর নেতৃত্বে সোনার বাংলা  নির্মাণ হবে।  এরপর  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার অভিযোগ আনেন  বিজেপি সভাপতি। বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের নাম বদলে হচ্ছে  কন্যাশ্রী, প্রধানমন্ত্রী  সড়ক যোজনার নামও বদলে দেওয়া হয়েছে। ২ টাকা  কিলো দরে চাল মোদী সরকার দেয়।  আর নাম কেনে মুখ্যমন্ত্রীর দল। নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে উন্নয়নের কাজে  ৮ লাখ কোটি  টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে কী হয়েছে  কেউ জানে না।    

উনি তো সব দেখেও 'অন্ধ' হয়ে রয়েছেন ধৃতরাষ্ট্রের মতো, মমতাকে তোপ বিপ্লব দেবের

আয়ুষ্মান ভারত

আরও একবার আয়ুষ্মান ভারত প্রকল্প প্রসঙ্গে আক্রমণ শানান বিজেপি সভাপতি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মনে করেন কেউ এখান থেকে  সুবিধা পেলে আর ওঁকে ভোট দেবে না। অমিত বলেন, এত পাপ করবেন না। গরিবকে চিকিৎসা পেতে দিন।            

নাগরিকত্ব  সংশোধন বিল

নাগরিকত্ব  সংশোধন বিলে কি  মুখ্যমন্ত্রী সমর্থন করবেন?  সভা  থেকে  জানতে চাইলেন অমিত শাহ। তিনি বলেন বাংলায় অনুপ্রবেশকারীদের জন্যু  সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু  উদ্বাস্তুদের জন্য কোনও ব্যবস্থা করা হয় না।

কংগ্রেসকে  আক্রমণ

পূর্ব মেদিনীপুরের সভা থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে  তীব্র আক্রমণ করলেন অমিত। টেনে আনলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং সক্রিয় রাজনীতিতে আসতে চলা  প্রিয়াঙ্কা গান্ধীকেও। বিজেপি সভাপতি বলেন, ১০ বছরের সরকার ২ জন জি ( রাহুল এবং সোনিয়া  গান্ধী)র উপস্থিতিতে ১২ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেছে। এখন নতুন জি (প্রিয়াঙ্কা গান্ধী ) এসেছেন।

              

.