This Article is From Sep 08, 2018

London exhibition: লন্ডন এখন কলকাতাময়, জানুন কেন

London exhibition: লন্ডন এখন কলকাতাময়। দুর্গাপুজো শুরুর আগেই ওই শহরে পুজোর আমেজ।  সৌজন্যে  ‘টোটালি টেমস ফেস্টিভ্যাল’।

London exhibition: লন্ডন এখন কলকাতাময়, জানুন কেন

London exhibition:  এবার ব্রিটিশ কাউন্সিল পা দিল 70 বছরে।

কলকাতা:

লন্ডন এখন কলকাতাময়। দুর্গাপুজো শুরুর আগেই ওই শহরে পুজোর আমেজ। সৌজন্যে  ‘টোটালি টেমস ফেস্টিভ্যাল’। কলকাতার দুর্গাপুজো কেমন তা তুলে ধরতে হচ্ছে উৎসব। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগেই হচ্ছে উৎসব।  দেখভাল করছেন আলি পেট্টি এবং কমলিকা বসু। শুধু পুজোর ছবি নয়, অনুষ্ঠানের সময় বাংলার সমাজ জীবনের পটচিত্র কেমন হয় তাও তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। এ ধরনের কর্মসূচি আরও বেশি করে বিদেশি পর্যটক আনতে সাহায্য করে বলে মনে করে সরকার। এ মাসের 30 তারিখ পর্যন্ত চলবে উৎসব। প্রদর্শনীর মাধ্যমে বলতে চাওয়া হচ্ছে সমস্ত ধর্মীয় রীতি নীতির উপরে উঠে এটা একটা সামাজিক অনুষ্ঠান। 

এবার ব্রিটিশ কাউন্সিল পা দিল 70 বছরে। আর তাই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। ইতিমধ্যে লন্ডনে গিয়েছেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এবং পর্যটন দপ্তরের সচিব অত্রি ভট্টাচার্য। মন্ত্রী জানান, দুর্গাপুজো একটা সংস্কৃতি। লক্ষ লক্ষ মানুষের মেতে ওঠার উৎসব। বিশ্বের যে কোনও উৎসবের থেকে দুর্গাপুজো আলাদা। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে ব্রিটিশ কাউন্সিলের অধিকর্তা দেবাঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, ভারতের সঙ্গে যে কোনও রকম সাংস্কৃতিক বন্ধন আমদের কাছে গুরুত্বপূর্ণ। প্রথম দিন থেকে সেটাই করে এসেছি আমরা। মন্ত্রী এবং সচিবের সঙ্গে তিনিও এখন লন্ডনে।              

.