ইসকন প্রতি বছরই ধুমধাম করে রথযাত্রার আয়োজন করে।
কলকাতা: উল্টো রথের উৎসবে মেতে উঠল মায়াপুর। সাত দিন মাসির বাড়িতে কাটিয়ে নিজ গৃহে ফিরলেন জগন্নাথ, বলভদ্র এবং শুভদ্রা। আর তাই রবিবার সকাল থেকে ভক্তদের ঢল নেমেছিল মায়াপুরে।
ইসকন প্রতি বছরই ধুমধাম করে রথযাত্রার আয়োজন করে। রথের দিন সকালে মায়াপুররে রাজাপুর মন্দির থেকে গুন্দিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় তিন জনকে। ফিরিয়ে আনা হয় উল্টো রথের দিন।
একটি সূত্র বলছে, এদিনের অনুষ্ঠানে প্রায় 30 হাজার ভক্তের সমাগম হয়েছিল মায়াপুরে। দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই অস্ট্রেলিয়া, স্পেন, আমেরিকা , ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ব্রাজিল এবং চিন থেকেও ভক্তরা এসেছিলেন বলে ইসকন সূত্রে জানা গিয়েছে। কোনও রকম সমস্যা যাতে না হয় তার জন্য তৎপর ছিল প্রশাসন। পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছিল। মায়াপুররে মতো উতসবে মেতে ওঠে তিলোত্তমাও। জওহরলাল নেহরু রোড সহ কয়েকটি বড় রাস্তা প্রদক্ষিণ করে ইসকনের রথ। তাছড়া শহরের প্রায় প্রতিটি রাস্তায়ও চোখে পড়েছে রথ।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)