This Article is From Aug 08, 2018

মেরিনা সমুদ্র সৈকতেই শেষকৃত্য সম্পন্ন হবে করুণানিধির, জানালো মাদ্রাস হাইকোর্ট: LIVE UPDATES

প্রয়াত হলেন তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সভাপতি এম করুণানিধি।

মেরিনা সমুদ্র সৈকতেই শেষকৃত্য সম্পন্ন হবে করুণানিধির, জানালো মাদ্রাস হাইকোর্ট: LIVE UPDATES

সপ্তাহ খানেক আগে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

চেন্নাই:

প্রয়াত হলেন তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সভাপতি এম করুণানিধি। দীর্ঘ ছয় দশক ধরে তামিল রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসা নেতার মৃত্যু হল মঙ্গলবার। বয়স হয়েছিল 94 বছর। অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সেখানেই তাঁর মৃত্যু হল।  প্রথমে এমজি রামাচন্দ্রণ ও পরে জয়ললিতার সঙ্গে সারা জীবন লড়তে হয়েছে করুণানিধিকে।                                     

 দেখুন লাইভ আপডেটস 

 

Aug 08, 2018 19:21 (IST)
সমাধিস্থ হয়ে গেলেন এম করুণানিধি। তাঁর সমাধির গায়ে লেখা- সারাজীবন যিনি কারও সাহায্য ছাড়াই নিজের কাজ করে গিয়েছেন, আজ তিনি চিরবিশ্রামে চলে গেলেন"।
Aug 08, 2018 19:19 (IST)
করুণানিধির কফিন নামানো হল সমাধিতে।
Aug 08, 2018 18:57 (IST)
পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা জানানোর পরই শুরু হবে অন্ত্যেষ্টিক্রিয়া।
Aug 08, 2018 18:53 (IST)
করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। যে জাতীয় পতাকাটি করুণানিধির দেহকে মুড়ে রেখেছিল এতক্ষণ, তা তুলে দেওয়া হল তাঁর পুত্র এম কে স্ট্যালিনের হাতে।
Aug 08, 2018 18:37 (IST)
চেন্নাইয়ের মেরিনা বিচে শেষ শ্রদ্ধা জানাচ্ছে লাখো মানুষ।
Aug 08, 2018 18:27 (IST)
 ট্রাক থেকে নামানো হল করুণানিধির দেহ।
Aug 08, 2018 18:27 (IST)
করুণানিধির দেহ পৌঁছে গেল মেরিনা বিচে।
Aug 08, 2018 17:23 (IST)
Aug 08, 2018 17:05 (IST)
Aug 08, 2018 17:02 (IST)
Aug 08, 2018 16:58 (IST)
Aug 08, 2018 16:51 (IST)
Aug 08, 2018 16:51 (IST)
পাঁচ দশক ধরে ডিএমকে পরিচালনা করেছেন এম করুণানিধি। 19 বছর ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
Aug 08, 2018 16:47 (IST)
চেন্নাইয়ের রাজাজি হলে আজ সকাল থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা প্রয়াত ডিএমকে নেতাকে শ্রদ্ধা নিবেদন শুরু করেন
Aug 08, 2018 16:14 (IST)
চেন্নাইয়ের রাজাজি হল থেকে শুরু হয়েছে করুণানিধিকে শেষযাত্রা। মারিনা বিচে সমাধিস্থ করা হবে দেহ।
Aug 08, 2018 16:10 (IST)
করুণানিধিকে শেষবারের মতো দেখতে ঢল নামে মানুষের 
Aug 08, 2018 16:04 (IST)
চেন্নাইয়ের রাজাজি হলে আজ সকালে করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। সঙ্গে ছিলেন টিএনসিসি সভাপতি সু থিরুনাভুক্কারাসার। রাহুল কথা বলেন, করুণানিধি পুত্র ও ডিএমকে-র কার্যকরী সভাপতি এম কে স্টালিনের সঙ্গে।
Aug 08, 2018 15:46 (IST)
সুপ্রিম কোর্ট আপিল খারিজ করেছেন। জানা গেছে ANI সূত্র থেকে।
Aug 08, 2018 15:46 (IST)
সুপ্রিম কোর্ট আপিল খারিজ করেছেন। জানা গেছে ANI সূত্র থেকে।
Aug 08, 2018 15:42 (IST)
করুণানিধিকে সমাধিস্থ করার জন্য DMK -র নেতা এমকে স্ট্যালিন আন্না মেমোরিয়ালে এসে গেছেন।
Aug 08, 2018 15:40 (IST)
আজ সকালেই, মাদ্রাস হাইকোর্ট থেকে জানানো হয়েছিল যে, করুণানিধিকে চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতে সমাধিস্থ করা যাবে। DMK -র একজন আইনজীবী জানিয়েছেন, ''আন্না মেমোরিয়ালের কাছেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আদালত পুনরায় তাঁর স্মৃতি সৌধ বানানোর অনুমতি দিয়েছে এবং তা দেখভালের দায়িত্ব থাকবে তামিলনাড়ু সরকারের ওপর।''
Aug 08, 2018 15:13 (IST)
DMK প্রধানকে শেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য রাজাজি হলে পৌঁছেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল পি. শতশিবম।


 
Aug 08, 2018 15:04 (IST)
চেন্নাইয়ের রাজাজি হলের বাইরে পদপিষ্ঠ হয়ে মারা গেছে দুই, আর আহতের সংখ্যা 33। জানা গেছে ANI সূত্র থেকে।
Aug 08, 2018 15:02 (IST)
শেষ যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। হলের সামনে থেকেই বিহগলের ধ্বনি সহযোগে তাঁর শেষ যাত্রা শুরু হবে। পুলিশের লাঠি কাজের ফলে ভিড় ছত্রভঙ্গ হতে দেখা যায়।


Aug 08, 2018 14:48 (IST)
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও করুণানিধিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য রাজাজি হলে পৌঁছে গেছেন।

Aug 08, 2018 14:45 (IST)
   FLASH: আজ বিকেল 4  টের সময় করুণানিধির শেষ যাত্রা নির্গত হবে 
Aug 08, 2018 14:38 (IST)
কংগ্রেস প্রধান রাহুল গান্ধী চেন্নাইয়ের রাজাজি হলে পৌঁছে গেছেন, করুণানিধিকে শেষ সম্মান জানানোর জন্য। এর আগেই মেরিনা সমুদ্র সৈকতে করুণানিধিকে সমাধিস্থ করা নিয়ে তিনি টুইট করেছিলেন। করুণানিধির শোকবার্তা জ্ঞাপন করতে গিয়ে তিনি জানিয়েছেন যে, ভারত তার ''মহান সন্তান''-কে হারিয়েছে। DMK-র প্রধানের পরিবার ও অগণিত শোকস্তব্ধ মানুষের জন্য তিনি নিজের বেদনা প্রকাশ করেছেন। 

Aug 08, 2018 14:34 (IST)
শেষ সম্মান জানানোর জন্য RJD -র তেজস্বী যাদব ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব পৌঁছে গেছেন রাজাজি হলে।

Aug 08, 2018 14:31 (IST)
রাজাজি হলের সামনে জমায়েত ভিড়ের উদ্দেশ্যে এমকে স্ট্যালিন বলেন: 

স্ট্যালিন সকলকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেন।

তিনি মই বেয়ে উপরে না ওঠার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেছেন তিনি নিজের জন্য কিছুই চাইছেন না, যা চাইছেন তা তাদের সম্মানিত নেতার জন্যই চাইছেন।

Aug 08, 2018 14:25 (IST)
নিউজ এজেন্সি ANI -মারফত করুণানিধির কফিন বাক্সের ছবি প্রকাশিত হয়েছে।এই কফিন বাক্সের গায়ে লেখা আছে, ''বিশ্রাম না নিয়ে, শুধু কাজেই একজন মানুষ নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন, এখন তিনি বিশ্রাম নিচ্ছেন।''

Aug 08, 2018 14:21 (IST)
BREAKING : পুলিশ রাজাজি হলের সামনে লাঠি চালিয়েছে। সেখানকার কিছু মানুষ গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 
Aug 08, 2018 14:19 (IST)
করুণানিধিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য যে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে, তাদের উদ্দেশ্য করে বক্তব্য রাখেন এমকে স্ট্যালিন।উচ্চ আদালতের সম্মতি পাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েছিলেন স্ট্যালিন।প্রধানমন্ত্রী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আজ করুণানিধিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। প্রাক্তন মুখ্য মন্ত্রীর উদ্দেশ্যে রজনীকান্ত ও কামাল হাসানও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

Aug 08, 2018 14:12 (IST)
ভিড় সামলানোর জন্য রাজাজি হলের প্রবেশ দ্বার বন্ধ করে দিয়েছে পুলিশ, কিন্তু করুণানিধিকে শেষবারের মতো একবার দেখার জন্য মানুষ মই বেয়ে হলের ভেতর প্রবেশ করার চেষ্টা করছে।

Aug 08, 2018 13:53 (IST)
মেরিনা সমুদ্র সৈকতেই করুণানিধিকে সমাধিস্থ করা হবে, আদালতের এই আদেশের পর, সেখানে মাটি খোঁড়ার কাজ শুরু হয়ে গেছে।বুলডোজার সহ প্রচুর মানুষকে সমুদ্র সৈকতে কাজ করতে দেখা যাচ্ছে।

Aug 08, 2018 12:57 (IST)
চেন্নাইতে করুণানিধিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পরে প্রধানমন্ত্রী টুইট করেছেন। তিনি জানিয়েছেন, ''চেন্নাইতে এক অসাধারণ নেতাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে পেরেছি, যিনি সারাটা জীবন অতিবাহিত করলেন শুধু সাধারণ মানুষের কথা ভেবে, সেই সাথে তিনি সর্বদা তাদের উপযুক্ত বিচার দিতে চেয়েছেন। তিনি সাধারণ মানুষের মন ও হৃদয়ে সারাজীবন অমর হয়ে থাকবেন।'' সেই সাথে তিনি তাঁর শ্রদ্ধার্ঘ্য অর্পণের কিছু ছবি টুইট করেছেন।    

Aug 08, 2018 12:48 (IST)
 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল করুণানিধির স্বাস্থ্যের অবনতির খবর পেয়েই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ANI -কে তিনি জানিয়েছেন, মেরিনা সমুদ্র সৈকতে করুণানিধিকে সমাধিস্থ করা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তাতে তিনি ভীষণ ভাবে আহত হন।মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তাঁর মতো একজন  বর্ষীয়ান নেতার মৃত্যু মানে রাজনৈতিক জগতের জন্য তা এক বিরাট ক্ষতি। 

গতকাল করুণানিধির বাসভবনেই বঙ্গের মুখ্যমন্ত্রী তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। তিনি অতিরিক্ত সম্মানের সাথে তাঁর সম্পর্কে কিছু কথা বলেন। চেন্নাইতে করুণানিধিকে সমাধিস্থ করার বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন সাংসদ ডেরেক ও'ব্রায়েন।  


Aug 08, 2018 12:38 (IST)
কিছু নেতা সহ প্রধানমন্ত্রী দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাঁকে করুণানিধির পরিবারের সদস্যদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেছে। DMK-র প্রধানকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পরে তাঁকে স্ট্যালিনের সাথে কথা বলতে দেখা গেছে। 

Aug 08, 2018 12:25 (IST)
Aug 08, 2018 12:09 (IST)
মেরিনা বিচেই করুণানিধির শেষকৃত্য সম্পন্ন হবে, উচ্চ আদালত নিজের এই সিদ্ধান্ত জানানোর পরে DMK -র আন্না মেমোরিয়ালের বাইরে ভিড় জমিয়েছে। JCB মেশিনও এই স্থানে আনা হয়েছে। 

Aug 08, 2018 12:03 (IST)
প্রধানমন্ত্রী,  করুণানিধিকে শেষ সম্মান প্রদানের পর তাঁর শোকস্তব্ধ পরিবারের পাশে গিয়ে দাঁড়ান। এই বর্ষীয়ান নেতাকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য প্রধানমন্ত্রী তাঁর পায়ে ফুলের মালা অর্পণ করেন।

প্রধানমন্ত্রীকে অনেকক্ষণ ধরে করুণানিধির ছেলে স্ট্যালিন এবং স্ত্রী রাজাথির সাথে কথা বলতে দেখা গেছে। দিল্লি থেকে বিশেষ বিমানে উড়ে তামিলনাড়ুতে পৌঁছে ছিলেন প্রধামন্ত্রী মোদী।

Aug 08, 2018 11:57 (IST)
DMK-এর সদস্য ও অনুরাগীদের বিরাট ভিড় চোখে পড়ছে । তারা তাদের ''কলাইগনার''-কে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে এসেছে। তারা তাদের চোখের জলেই তাঁকে সম্মান প্রদান করছে। 

Aug 08, 2018 11:36 (IST)
করুণানিধির মৃত্যুতে শোক প্রকাশ করে স্থগিত রইল জাসদের অধিবেশন। যদিও দুর্ভাগ্য বশত তিনি সংসদের সদস্য ছিলেন না।
Aug 08, 2018 11:33 (IST)
শেষ সম্মান প্রদানের পরে এমকে স্ট্যালিন এবং কানিমোঝির সাথে কথা বললেন প্রধানমন্ত্রী।

Aug 08, 2018 11:23 (IST)

উচ্চ আদালতের আদেশ শোনার পরে, রাজাজি হল-এর বাইরে জমায়েত ভিড়তে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল।
Aug 08, 2018 11:18 (IST)
করুণানিধিকে শেষ সম্মান প্রদানের জন্য প্রধানমন্ত্রী রাজাজি হল-এ উপস্থিত হয়েছেন।  
Aug 08, 2018 11:16 (IST)

 মেরিনা সমুদ্র সৈকতেই শেষকৃত্য সম্পন্ন হবার আদেশ শুনে কান্নায় ভেঙে পড়লেন এম কে স্ট্যালিন।
Aug 08, 2018 11:10 (IST)
BREAKING: উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, মেরিনা সমুদ্র সৈকতেই শেষ কৃত্য সম্পন্ন হবে করুণানিধির। জানা গেছে সংবাদ সংস্থা পিটিআই থেকে।
Aug 08, 2018 10:56 (IST)
চেন্নাই পৌঁছে গেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি রাজাজি হলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
Aug 08, 2018 10:48 (IST)
বিতর্কের শেষ, মুখ্য বিচারপতির আদেশের অপেক্ষা। করুণানিধির পরিবারের কাউকে আদালত চত্বরে দেখা যায়নি, শুধুমাত্র তাদের আইনজীবীকেই দেখা গেছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে। 
Aug 08, 2018 10:44 (IST)
 আর্ট অফ লিভিং -এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রাবি শঙ্কর টুইট করে '' গভীর সমবেদনা সহ রাজনৈতিক কবি'' বলে আখ্যা দিয়েছেন। তামিলনাড়ুর রাজনীতিতে করুণানিধির অবদানকে স্বীকার করে বলেছেন যে, সঙ্কটের সময়তে তিনি তাঁর দলকে সঙ্গবদ্ধ করে রেখেছিলেন।
Aug 08, 2018 10:37 (IST)
শেষ শ্রদ্ধা অর্পনের জন্য প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন রাজাজি হলে 
Aug 08, 2018 10:24 (IST)

মেরিনা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত রাজাজি হল-এর সামনে RPF চোখে পড়ছে। 
Aug 08, 2018 10:19 (IST)

করুণানিধিকে শ্রদ্ধাঞ্জলি অর্পনের জন্য রাজাজি হল-এ পৌঁছে গেছেন অভিনেতা কামাল হাসান।  
Aug 08, 2018 10:10 (IST)
 সকাল 11 টা নাগাদ প্রধানমন্ত্রী করুণানিধিকে শেষ শ্রদ্ধা প্রদান করবেন 
Aug 08, 2018 10:07 (IST)
জামায়েত ভিড়ের মুখে শোনা যাচ্ছে , ''করুণানিধি অমর রহে'', ''মেরিনা চাই''। 
Aug 08, 2018 10:05 (IST)

করুণানিধিকে শেষ সম্মান প্রদানের জন্য অগণিত লোকের ভিড় দেখা যাচ্ছে।
Aug 08, 2018 10:00 (IST)

মেরিনা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত আন্না মেমোরিয়াল-এ কঠোর সুরক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। করুণানিধিকে মারিনা সমুদ্র সৈকতে সমাধিস্থ করা হবে কিনা সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাদ্রাজ হাই কোর্ট। জানা গেছে সংবাদ সংস্থা ANI থেকে।  
Aug 08, 2018 09:40 (IST)
DMK-এর আইনজীবী জানিয়েছেন, ''তামিলনাড়ুতে সাত কোটি মানুষের বাস, তার মধ্যে 1 কোটি লোক DMK -এর সমর্থক, যদি করুণানিধিকে মেরিনা সমুদ্র সৈকতে সমাধিস্থ করা না হয় তাহলে তাদের ক্ষোভের মুখে পড়তে হবে।'' জানিয়েছে সংবাদ সংস্থা  ANI ।
Aug 08, 2018 09:35 (IST)

আমরা চাই তাঁকে ভারত রতন প্রদান করে সম্মানিত করা হোক, আমাদের ইচ্ছা তাঁর সমাধিও আন্নার সমাধির পাশেই থাকুক। জানিয়েছেন VCK প্রধান। 
Aug 08, 2018 09:29 (IST)

দীপা জয়কুমার করুণানিধিকে শেষ সম্মান প্রদান করেছেন।
Aug 08, 2018 09:26 (IST)
করুণানিধিকে মারিনা সমুদ্র সৈকতে সমাধিস্থ করা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার সপক্ষে যুক্তি দেখতে গিয়ে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী পদে থাকাকালিন করুণানিধি মারিনা সমুদ্র সৈকতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানকি রামচন্দ্রান -এঁর শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি দেননি।
Aug 08, 2018 09:15 (IST)
VCK প্রেসিডেন্ট করুণানিধিকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করলেন
Aug 08, 2018 09:13 (IST)
মারিনা সমুদ্র সৈকতে করুণানিধিকে সমাধিস্থ করার বিষয়টি নথিভুক্ত করেছেন মাদ্রাজ হাইকোর্টের দায়িত্ব প্রাপ্ত প্রধান বিচারপতি।
Aug 08, 2018 09:07 (IST)
 তিরঙ্গা পতাকায় মুড়ে শেষ ঘুম ঘুমাচ্ছেন করুণানিধি, সাধারণ মানুষও যাতে তাঁকে শেষ সম্মান প্রদান করতে পারে তার জন্য তাঁর শবদেহ হলে রাখার ব্যবস্থা করা হয়েছে
Aug 08, 2018 09:02 (IST)

রজনীকান্ত ও তাঁর পরিবার শেষ সম্মান প্রদান করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কে 
Aug 08, 2018 08:43 (IST)
 তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারী লাল পুরোহিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শেষ সম্মান প্রদান করেছেন
Aug 08, 2018 08:36 (IST)
সকাল 11 টা নাগাদ করুণানিধিকে শেষ সম্মান প্রদানের জন্য উপস্থিত হবেন প্রধান মন্ত্রী 
Aug 07, 2018 22:43 (IST)
টুইট করে শোকপ্রকাশ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার।
Aug 07, 2018 22:38 (IST)
"মেঘালয়ের সমস্ত অধিবাসীর পক্ষ থেকে করুণানিধিজির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করছি। যাঁর আদর্শ দেশের অজস্র নেতাকে অনুপ্রাণিত করেছিল। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি", বললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
Aug 07, 2018 22:35 (IST)
ডিএমকের বর্ষীয়ান নেতা পি উইলসন এবং সর্বানন মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হুলুভাড়ি জি রমেশের বাসভবনে গিয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানালেন।
Aug 07, 2018 22:17 (IST)
আগামীকাল দিল্লি সহ দেশের অন্যান্য রাজ্যের রাজধানীতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, গোটা তামিলনাড়ুতেই আগামীকাল অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা।

Aug 07, 2018 21:43 (IST)
করুণানিধির মরদেহ।
Aug 07, 2018 21:33 (IST)
করুণানিধির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করল কর্ণাটক সরকার।
Aug 07, 2018 21:30 (IST)
অ্যাম্বুলেন্সে করে কাবেরী হাসপাতাল থেকে বেরিয়ে গেল করুণানিধির মরদেহ। তাঁর গোপালপুরমের বাসভনে যাবে অ্যাম্বুলেন্স।
Aug 07, 2018 21:23 (IST)
Aug 07, 2018 21:10 (IST)
এই মুহূর্তে রাজনীতিকে দূরে সরিয়ে রাখা উচিত তামিলনাড়ু সরকারের। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে কালাইনারকে তাঁর প্রাপ্য সম্মানটি যথাযোগ্য মর্যাদায় দেওয়া উচিতঃ গুলাম নবী আজাদ।
Aug 07, 2018 21:10 (IST)
মেরিনা বিচে করুণানিধি মেমোরিয়ালের জন্য জমি দিতে অস্বীকার করল রাজ্য সরকার। ক্ষোভে ফেটে পড়ল দলীয় কর্মী-সমর্থকরা।
Aug 07, 2018 21:03 (IST)
শোকপ্রকাশ করলেন শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, "ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে অবসান হল একটি যুগের। মানুষ হারাল তাঁদের প্রিয় নেতা, কালাইনারকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে পাঁচবার বসেছিলেন তিনি। এই যন্ত্রণাদায়ক শোকে তাঁর পরিবার দলীয় কর্মী-সমর্থক এবং শুভান্যধ্যায়ীদের পাশে রয়েছি আমি। তাঁর আত্মা শান্তি পাক"।
Aug 07, 2018 20:48 (IST)
শোকপ্রকাশ বর্ষীয়ান বিজেপি নেতা রাম মাধবের। তিনি বলেন, "করুণানিধিজির পরিবারকে সমবেদনা জানাই। তিনি অত্যন্ত সম্মাননীয় একজন নেতা ছিলেন। তামিলনাড়ুর রাজনীতিতে তাঁর ভূমিকা অনস্বীকার্য"।
Aug 07, 2018 20:36 (IST)
করুণানিধি মেমোরিয়ালের জন্য চেন্নাইয়ের গান্ধী মন্ডপমের কাছে দু'একর জমি দেওয়ার প্রস্তাব তামিলনাড়ু সরকারের।
Aug 07, 2018 20:35 (IST)
1980 সালে প্রথম তাঁর সঙ্গে মুখোমুখি দেখা। ত্রিচিতে। দ্রাবিড় কাজঘমের বিশাল সমাবেশ ছিল সেখানে। এলজেপি ও দলিত সেনার পক্ষ থেকে আমি গভীর শোকপ্রকাশ করছি:- রামবিলাস পাসওয়ান।
Aug 07, 2018 20:32 (IST)
শুধু তামিলনাড়ুই নয়, গোটা দেশের কাছেই তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি: কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Aug 07, 2018 20:28 (IST)
Aug 07, 2018 20:21 (IST)
আজকের দিনটা আমার জীবনে একটি কালো দিন। এই দিনটি কখনওই ভুলতে পারব না আমি। তাঁর আত্মার শান্তি কামনা করি: রজনীকান্ত।
Aug 07, 2018 20:20 (IST)
আঞ্চলিক দলগুলিকে পথ দেখিয়েছিলেন তিনি। তাঁর দলের কর্মী ও যাঁরা তাকে ভালোবাসতেন তাঁদের কাছে আজ প্রকৃত শোকের দিন। তিনি শুধু একজন পরিণত নেতাই ছিলেন না। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনীতিজ্ঞও ছিলেন। বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।
Aug 07, 2018 20:14 (IST)
সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল তামিলনাড়ু সরকার। স্কুল, কলেজ বন্ধ থাকবে এই ক'দিন।
Aug 07, 2018 20:12 (IST)
ডিএমকে নেতা তথা করুণানিধির পুত্র এমকে স্ট্যালিন দলীয় কর্মীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করেছেন। তিনি কাবেরী হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।
Aug 07, 2018 20:10 (IST)
বর্ষীয়ান ডিএমকে নেতা দুরাই মুরুগান বলেন, "আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আন্না মেমোরিয়ালের সামনেই যেন তাঁর সমাধির ব্যবস্থা করা যায়, তার অনুরোধ করেছি। তিনি আমাদের অনুরোধ গ্রহণ করলেও এখনও কিছু জানানি"।
Aug 07, 2018 20:07 (IST)
কালাইনার করুণানিধির মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত। তাঁর পরিবার, নিকটজন, দলীয় সমর্থক ও কর্মীদের জানাই গভীর সমবেদনা। শুধুমাত্র ভারতীয় রাজনীতি নয়। ভারতীয় ছবি ও সংস্কৃতির জগতের ক্ষেত্রেও আজ শোকের দিনঃ প্রকাশ জাভড়েকর
Aug 07, 2018 20:06 (IST)
Aug 07, 2018 20:03 (IST)
করুণানিধির প্রয়াণ সংবাদ জানতে পেরে গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার এবং দলীয় সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা রইলঃ লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন
Aug 07, 2018 19:57 (IST)
করুণানিধির মৃত্যু নিয়ে বিবৃতি প্রকাশ করা হল কাবেরী হাসপাতালের পক্ষ থেকে:

"অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি, আজ, 7 অগস্ট, সন্ধে 6:10 নাগাদ আমরা হারালাম আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় নেতা 'কলাইনার'কে। আমাদের চিকিৎসকদের দল নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু তিনি আর সাড়া দিলেন না"।
Aug 07, 2018 19:54 (IST)
তামিলনাড়ু তথা গোটা দেশের কাছেই তাঁর মৃত্যু এক বিশাল ক্ষতি। বিজেপি ও আমার পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। করুণানিধির আত্মার শান্তি কামনা করছিঃ কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণন
Aug 07, 2018 19:52 (IST)
Aug 07, 2018 19:50 (IST)
দেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী একজন নেতাকে হারালাম আমরা। ডিএমকে পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। কংগ্রেস হারাল তার এক জরুরি বন্ধুকে।  এই ক্ষতি অপূরণীয়ঃ কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা।
Aug 07, 2018 19:49 (IST)
শোকপ্রকাশ করল কংগ্রেস। 

Aug 07, 2018 19:47 (IST)
করুণানিধির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ডিএমকে প্রধান শুধু রাজনীতির ময়দানেই নয়। সক্রিয় ছিলেন সিনেমা ও সাহিত্যজগতেও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী একটি বিবৃতি দিয়ে এই কথা বলেন।
Aug 07, 2018 19:45 (IST)
তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে পাঁচদিনের জাতীয় শোক ঘোষণা করা হল।
Aug 07, 2018 19:43 (IST)
তামিলনাড়ুর সাধারণ মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে দক্ষিণের রাজনীতিতে একা স্তম্ভের মতো দাঁড়িয়ে ছিলেন করুণানিধি। দীর্ঘ ষাট বছরেরও বেশি সময় ধরে। তাঁর মৃত্যুতে এই দেশ তার অন্যতম এক সুযোগ্য সন্তানকে হারাল। গোটা দেশের কোটি কোটি মানুষের শোকের ভাগীদার আজ আমিও। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল", বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
Aug 07, 2018 19:39 (IST)
.