Read in English
This Article is From Aug 08, 2018

মেরিনা সমুদ্র সৈকতেই শেষকৃত্য সম্পন্ন হবে করুণানিধির, জানালো মাদ্রাস হাইকোর্ট: LIVE UPDATES

প্রয়াত হলেন তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সভাপতি এম করুণানিধি।

Advertisement
অল ইন্ডিয়া

সপ্তাহ খানেক আগে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

চেন্নাই:

প্রয়াত হলেন তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সভাপতি এম করুণানিধি। দীর্ঘ ছয় দশক ধরে তামিল রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসা নেতার মৃত্যু হল মঙ্গলবার। বয়স হয়েছিল 94 বছর। অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সেখানেই তাঁর মৃত্যু হল।  প্রথমে এমজি রামাচন্দ্রণ ও পরে জয়ললিতার সঙ্গে সারা জীবন লড়তে হয়েছে করুণানিধিকে।                                     

 দেখুন লাইভ আপডেটস 

 

Aug 08, 2018 19:21 (IST)
সমাধিস্থ হয়ে গেলেন এম করুণানিধি। তাঁর সমাধির গায়ে লেখা- সারাজীবন যিনি কারও সাহায্য ছাড়াই নিজের কাজ করে গিয়েছেন, আজ তিনি চিরবিশ্রামে চলে গেলেন"।
Aug 08, 2018 19:19 (IST)
করুণানিধির কফিন নামানো হল সমাধিতে।
Aug 08, 2018 18:57 (IST)
পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা জানানোর পরই শুরু হবে অন্ত্যেষ্টিক্রিয়া।
Aug 08, 2018 18:53 (IST)
করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। যে জাতীয় পতাকাটি করুণানিধির দেহকে মুড়ে রেখেছিল এতক্ষণ, তা তুলে দেওয়া হল তাঁর পুত্র এম কে স্ট্যালিনের হাতে।
Aug 08, 2018 18:37 (IST)
চেন্নাইয়ের মেরিনা বিচে শেষ শ্রদ্ধা জানাচ্ছে লাখো মানুষ।
Advertisement
Aug 08, 2018 18:27 (IST)
 à¦Ÿà§à¦°à¦¾à¦• থেকে নামানো হল করুণানিধির দেহ।
Aug 08, 2018 18:27 (IST)
করুণানিধির দেহ পৌঁছে গেল মেরিনা বিচে।
Aug 08, 2018 17:23 (IST)
Aug 08, 2018 17:05 (IST)
Aug 08, 2018 17:02 (IST)
Aug 08, 2018 16:58 (IST)
Aug 08, 2018 16:51 (IST)
Aug 08, 2018 16:51 (IST)
পাঁচ দশক ধরে ডিএমকে পরিচালনা করেছেন এম করুণানিধি। 19 বছর ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
Aug 08, 2018 16:47 (IST)
চেন্নাইয়ের রাজাজি হলে আজ সকাল থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা প্রয়াত ডিএমকে নেতাকে শ্রদ্ধা নিবেদন শুরু করেন
Aug 08, 2018 16:14 (IST)
চেন্নাইয়ের রাজাজি হল থেকে শুরু হয়েছে করুণানিধিকে শেষযাত্রা। মারিনা বিচে সমাধিস্থ করা হবে দেহ।
Aug 08, 2018 16:10 (IST)
করুণানিধিকে শেষবারের মতো দেখতে ঢল নামে মানুষের 
Aug 08, 2018 16:04 (IST)
চেন্নাইয়ের রাজাজি হলে আজ সকালে করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। সঙ্গে ছিলেন টিএনসিসি সভাপতি সু থিরুনাভুক্কারাসার। রাহুল কথা বলেন, করুণানিধি পুত্র ও ডিএমকে-র কার্যকরী সভাপতি এম কে স্টালিনের সঙ্গে।
Aug 08, 2018 15:46 (IST)
সুপ্রিম কোর্ট আপিল খারিজ করেছেন। জানা গেছে ANI সূত্র থেকে।
Aug 08, 2018 15:46 (IST)
সুপ্রিম কোর্ট আপিল খারিজ করেছেন। জানা গেছে ANI সূত্র থেকে।
Aug 08, 2018 15:42 (IST)
করুণানিধিকে সমাধিস্থ করার জন্য DMK -র নেতা এমকে স্ট্যালিন আন্না মেমোরিয়ালে এসে গেছেন।



Advertisement