This Article is From Aug 08, 2018

জরুরি অবস্থার বিরোধিতা করায় দেশ করুণানিধিকে মনে রাখবেঃ মোদী

জরুরি অবস্থার বিরোধিতা করার জন্য দেশ করুণানিধিকে মনে রাখবে। তাঁর মৃত্যুরে পর টুইট করে এমন কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জরুরি অবস্থার বিরোধিতা করায় দেশ করুণানিধিকে মনে রাখবেঃ মোদী

 তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত বললেন প্রধানমন্ত্রী।

চেন্নাই:

 জরুরি অবস্থার বিরোধিতা করার জন্য দেশ করুণানিধিকে মনে রাখবে। তাঁর মৃত্যুরে পর টুইট করে এমন কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালাইনারের মৃত্যুর পর বেশ কয়েকটি টুইট করেন মোদী। তাতে তিনি লেখেন করুণানিধি দেশের সবচেয়ে প্রবীণ রাজনীতিকদের মধ্যে একজন ছিলেন। তিনি আজীবন সমাজ কল্যাণের জন্য কাজ করে গিয়েছন। জরুরি অবস্থার তীব্র বিরোধিতা করার জন্য দেশ তাঁকে  মনে রাখবে।  তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত,   পরিবারের প্রতি সমবেদনা জানাই। তামিলনাডু তাঁর অভাব বোধ করবে।              

 

গত বছর নভেম্বর মাসে চেন্নাইতে করুণানিধির সঙ্গে মোদীর  দেখা হয়। কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই যান মোদী। তখন করুণানিধির বাসভবনেও গিয়েছিলেন তিনি।  প্রায় কুড়ি মিনিট সেখানে ছিলেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কথা বলেছিলেন।

        

.