বেশিরভাগ জনমত সমীক্ষা বলেছে মধ্যপ্রদেশে সামান্য এগিয়ে বিজেপি
হাইলাইটস
- দেশের দুই প্রান্তে দুটি রাজ্যের বিধানসভা নির্বাচন হল আজ
- গত ১৫ বছর মধ্যপ্রদেশ নিজেদের দখলে রেখেছে বিজেপি
- দেশের পাঁচটি কংগ্রেস শাসিত রাজ্যের মধ্যে মিজোরাম অন্যতম
নিউ দিল্লি:
আজ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে উত্তেজনা ছিল যথেষ্ট। তা মিটেছে ভালোয় ভালোয়। কিন্তু, এখন উত্তেজনার ভোলটি কিঞ্চিৎ বদলাল। ইভিএম শেষমেশ কার দিকে থাকবে, জল্পনা তা নিয়েই৷ ২০১৩ সালের ৭২.৭ শতাংশ ভোট থেকে এবারে ভোটের পরিমাণ কিছু বেড়েছে মধ্যপ্রদেশে। তা হয়েছে ৭৪.৬ শতাংশ। যদিও, মধ্যপ্রদেশ ছাড়া আরও যে রাজ্যে আজ নির্বাচন হল, সেখানে গতবারের ৮৩.৪ শতাংশ থেকে ভোটের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৭৫ শতাংশ।
এখানে দেওয়া হল দশটি তথ্য:
1. মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস। যদিও, বিজেপির শিবরাজ চৌহান জানিয়েছেন, তাঁর দলের গত ১৫ বছরের পারফরমেন্সকে মাথায় রেখেই তাঁদেরই ফের সরকারে আনবে জনতা।
2. এই মুহূর্তে দেশের যে চারটি রাজ্যে ক্ষমতায় আছে কংগ্রেস, মিজোরাম তাদের মধ্যে অন্যতম। অন্যদিকে মিজোরামে এবার জিতে গেলে পুরো উত্তর-পূর্ব ভারতের ক্ষমতাই নিজেদের কুক্ষিগত করে নেবে বিজেপি।
3. মধ্যপ্রদেশের একাধিক বুথে ভোটিং মেশিনে কারচুপির অভিযোগ করেছে কংগ্রেস।
4. "রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইভিএমে কারচুপির অভিযোগ এসেছে। ভোট হল গণতন্ত্রে সাধারণ মানুষের সবথেকে বড় হাতিয়ার। সেই হাতিয়ারকে এইভাবে বাধা দেওয়ার চেষ্টা করাটি খুবই দুঃখজনক", বলেন কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
5. দুই রাজ্যেই কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া ভোট শান্তিতেই হয়েছে। তবে, সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, তিনজন কর্তব্যরত নির্বাচনী অফিসার নির্বাচন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
6. 'নিজেদের দিকে ভোট টানার জন্যই বিজেপি মধ্যপ্রদেশে ইভিএমে কারচুপি করেছে', বলেন মমতা।
7. এই ভোটে মধ্যপ্রদেশে বিজেপির মুখ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
8. মায়াবতীর সঙ্গে ভোটের আগে জোট করতে ব্যর্থ হয় কংগ্রেস।
9. কংগ্রেসের তিন প্রধান মুখ কমলনাথ, দিগ্বিজয় সিং এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে অন্তর্দ্বন্দ্বের রিপোর্ট এসেছিল নির্বাচনের আগে।
10. এই দুই রাজ্যে ভোটগণনা হবে আগামী ১১ ডিসেম্বর।
Post a comment