Read in English
This Article is From Dec 11, 2018

আবার মধ্যপ্রদেশে এগিয়ে গেল বিজেপি, একটু পিছিয়ে কংগ্রেস

 শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের  ইঙ্গিত পাওয়া  যাচ্ছে  মধ্যপ্রদেশে। কিছুটা  পিছিয়ে পড়েছে ১৫ বছর  সরকার চালানো বিজেপি।

Advertisement
অল ইন্ডিয়া

Madhya Pradesh Assembly Elections 2018: একেবারে শুরুতেই ৫১ টি কেন্দ্রের পোস্টাল ব্যালট গোনা হয়েছে।

Highlights

  • কিছুটা পিছিয়ে পড়েছে ১৫ বছর সরকার চালানো বিজেপি
  • গণনায় দেখা যাচ্ছে এখন কিছুটা হলেও এগিয়ে কংগ্রেস
  • ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিততে দরকার ১১৬ টি আসন
নিউ দিল্লি :

শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের  ইঙ্গিত পাওয়া  যাচ্ছে  মধ্যপ্রদেশে। কিছুটা  পিছিয়ে পড়েছে ১৫ বছর  সরকার চালানো বিজেপি।  এবারও মুখ্যমন্ত্রী হলে  মধ্যপ্রদেশে  রেকর্ড গড়বেন শিবরাজ সিং।  এ রাজ্যে  আগে  চার বার কেউ মুখ্যমন্ত্রী হননি। সকাল আটটা থেকে শুরু হওয়া গণনায় দেখা যাচ্ছে এখন  এগিয়ে গেল  বিজেপি, একটু  পিছিয়ে  কংগ্রেস  । ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভা  নির্বাচনে জিততে দরকার ১১৬ টি আসন। ভাগ্য  নির্ধারণ হচ্ছে  প্রায় ২৯০০ প্রার্থীর।

পূণর্মূল্যায়নের জন্য ২ ঘণ্টা পিছাতে পারে মধ্যপ্রদেশের ভোট গণনা

একেবারে শুরুতেই ৫১ টি কেন্দ্রের পোস্টাল ব্যালট গোনা হয়েছে। তাছাড়া ইভিএমে সবচেয়ে বেশি গোনা  হবে ৩২ রাউন্ড।  ইন্দোর-৫ কেন্দ্রে ভোটারের সংখ্যা   সবচেয়ে বেশি।

Advertisement

রাজস্থানে এগিয়ে কংগ্রেস, দিল্লিতে রাহুল গান্ধীর বাড়ির সামনে যজ্ঞের আয়োজনে সমর্থকেরা

২০১৩ সালে  বড় জয়  পেয়েছিল বিজেপি। ২৩০ টির মধ্যে  ১৬৫ টি জিতে  সরকার  গড়ে তারা। কংগ্রেস পায় ৫৮ টি আসন আর বিএসপির ঝুলিতে গিয়েছিল ৪টি আসন।  

Advertisement

প্রচার পর্বে ঝড়  তুলেছিল দুপক্ষই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে  শুরু করে বিজেপি  সভাপতি অমিত শাহ প্রচার করেছেন। পাল্টা ২২টি সভা করেছেন কংগ্রেস সভাপতি।

Advertisement