মধ্যপ্রদেশের তিকমগড়ের এই সাংসদ সমস্ত সাংসদদের শপথ বাক্য পাঠ করাবেন।
হাইলাইটস
- সমস্ত সাংসদদের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব থাকে প্রোটেম স্পিকারের উপর
- সেই কাজটি এবার করবেন মধ্যপ্রদেশের তিকমগড়ের এই সাংসদ
- বার বার দেখা গিয়েছে কোনও প্রবীণ সাংসদকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে
নিউ দিল্লি: লোকসভার অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ (Interim Speaker) বা প্রোটেম স্পিকার হচ্ছেন বিজেপির ড. বীরেন্দ্র কুমার (Dr Virendra Kumar) । সমস্ত সাংসদদের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব থাকে প্রোটেম স্পিকারের উপর। লোকসভা নির্বাচন (General Election ) শেষ হয়ে যাওয়ার পর নতুন লোকসভা গঠিত হলে সাংসদদের শপথ নিতে হয়। এই অনুষ্ঠানটি পরিচালনার ভার নেন প্রোটেম স্পিকার (Pro-tem Speaker ) । আর সেই কাজটি এবার করবেন মধ্যপ্রদেশের তিকমগড়ের এই সাংসদ। ভারতের সংসদীয় রাজনীতিতে বার বার দেখা গিয়েছে কোনও প্রবীণ সাংসদকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। সপ্তদশ লোকসভার (Seventeenth Lok sbha) প্রথম অধিবেশন শুরু হচ্ছে এ মাসের ১৭ তারিখ থেকে। প্রথম দু'দিনের মধ্যে সমস্ত সাংসদদের শপথ গ্রহণ হয়ে যাবে। তারপর ১৯ তারিখ স্পিকার বেছে নেওয়া হবে। সেই পর্ব মিটে গেলে ২০ তারিখ সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন দেশের রাষ্ট্রপতি (President Ram Nath Kovind) রামনাথ কোবিন্দ।
বাংলা ফ্যালনা নয়, ছেলের হাতের মোয়া নয়, বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করে মন্তব্য মমতার
স্পিকার কে হবেন তা নিয়ে এখনও কিছুটা জটিলতা রয়েছে। একটা সময় পর্যন্ত শোনা গিয়েছে গত মন্ত্রিসভার নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মানেকা গান্ধী এই দায়িত্ব পেতে চলেছেন। তাঁকে স্পিকারের ভূমিকা নিতে হবে বলেই মন্ত্রিসভায় তাঁর স্থান হয়নি। তাঁর দায়িত্ব পেয়েছেন স্মৃতি ইরানি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পরাজিত করা স্মৃতি এবার নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন বাংলার বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরি।
যোগীর 'অসম্মান" করে গ্রেফতার হওয়া সাংবাদিককে মুক্তির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত
তবে মানেকা গান্ধী যে স্পিকার হচ্ছেন এমন চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনও জানা যায়নি। গত দুটি লোকসভায় অবশ্য মহিলারাই স্পিকারের দায়িত্ব সামলেছেন। দেশের প্রথম মহিলা স্পিকার হিসেবে কাজ করেছেন মীরা কুমার। কংগ্রেস নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকার তৈরি হওয়ার পর স্পিকারের দায়িত্ব পান তিনি। ২০১৪ সালে এনডিএ ক্ষমতায় আসার পর স্পিকার হন সুমিত্রা মহজন। তবে এবার নির্বাচনের প্রতিদ্বন্দিতা করেননি সুমিত্রা। এমতাবস্থায় সপ্তদশ লোকসভার পরিচালনার ভার কোন মহিলার উপরেই থাকবে কিনা তা জানা যাবে আগামী কয়েক দিনের মধ্যেই।