This Article is From Mar 23, 2020

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবরাজ সিং চৌহ্বাণ

আস্থা ভোটে সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময়সীমা দেওয়ার আগেই বৃহস্পতিবার পদত্যাগ করেন কমল নাথ

Madhya Pradesh: চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি

ভোপাল:

সোমবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন বিজেপির শিবরাজ সিং চৌহ্বাণ (Shivraj Singh Chouhan) । সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে কমল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের একদিন পরেই শপথ নিলেন তিনি। চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। আস্থা ভোটে সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময়সীমা দেওয়ার আগেই বৃহস্পতিবার পদত্যাগ করেন কমল নাথ( Kamal Nath) । জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ২২ জন পদত্যাগ করে বেঙ্গালপুরু উড়ে যান, ফলে সংখ্যাগরিষ্ঠতা হারায় কংগ্রেস। রবিবার বিধায়করা বিজেপিতে যোগ দেন, জানিয়ে ট্যুইট করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গত সপ্তাহেই বিজপিতে যোগ দেন তিনি।

বিদ্রোহী বিধায়কদের ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় কংগ্রেস। আরও সময় চায় তারা, সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় মধ্যপ্রদেশের অনিশ্চয়তা শেষ প্রয়োজন, এবং গত বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয়।

২০১৮  এর ডিসেম্বরে ক্ষমতায় আসেন কমল নাথ, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা নেই জেনেই পদত্যাগ করেন তিনি।

.