Read in English
This Article is From Aug 24, 2019

Indore: বিচারকের চেয়ারে বসতে চলেছেন কোর্ট ড্রাইভারের ছেলে!

বাবা মধ্য প্রদেশের ইন্দোর জেলা আদালতের কোর্ট ড্রাইভার। ছেলে চেতন বাজাদ সসম্মানে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসতে চলেছেন বিচারকের আসনে!

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from ANI)

রোজ ১২ থেকে ১৩ ঘন্টা পড়াশুনা করতেন চেতন

Indore:

বাবা মধ্য প্রদেশের ইন্দোর জেলা আদালতের কোর্ট ড্রাইভার (driver in Indore district court)। ছেলে চেতন বাজাদ (Chetan Bajad) সসম্মানে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসতে চলেছেন বিচারকের আসনে! যদিও তার জন্য পুরো কৃতিত্বই তিনি দিয়েছেন বাবা গোবর্ধনলাল বাজাদকে (Govardhanlal Bajad)। বলেছেন, বাবার কাজই তাঁকে এই পথে আসতে অনুপ্রাণিত করেছে। 

‘‘৭০ বছরে এমন‌ হয়নি'': Liquidity Crisis নিয়ে বললেন নীতি আয়োগের সহ সভাপতি

একই সঙ্গে তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "আমি সবসময় বিচারক হওয়ারই স্বপ্ন দেখতাম। সমাজকে অন্যায়মুক্ত করার জেদ নিয়েই এই পথে আসা। এর জন্য রোজ ১২ থেকে ১৩ ঘন্টা পড়াশুনা করতাম। প্রতিদিন সকাল ৮ টায় লাইব্রেরি যেতাম। ফিরতাম রাত ৯-১০ টায়। ফিরে দেখতাম, সবাই রাতের খাবার নিয়ে আমার অপেক্ষায় বসে।"

Advertisement

 কলকাতার Chinatown-এ চিনা মহিলা সহ দু'জনের খুনে গ্রেফতার মৃত মহিলার স্বামী

ছেলের এই কৃতিত্বে খুশি শ্রী, শ্রীমতি বাজাদ। 

Advertisement

Advertisement

Advertisement