This Article is From Oct 30, 2018

রাহুলের গোত্র জানতে চেয়ে বিতর্কে জড়ালেন বিজেপির মুখপাত্র সম্বিত

বিতর্কে জড়ালেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র।  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির উদ্দেশে তাঁর  প্রশ্ন আপনার গোত্র কী ?

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • বিতর্কে জড়ালেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র
  • রণদীপ সুরজেওয়ালা দাবি করেন, রাহুল পৈতেধারী ব্রাহ্মণ
  • কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির উদ্দেশে সম্বিতের প্রশ্ন আপনার গোত্র কী?
ইন্দোর:

বিতর্কে জড়ালেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র।  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির উদ্দেশে তাঁর  প্রশ্ন আপনার গোত্র কী ? কংগ্রেস সভাপতির মন্দিরে যাওয়ার কথা  উল্লেখ করে দলের নেতা রণদীপ সুরজেওয়ালা দাবি করেন, রাহুল পৈতেধারী ব্রাহ্মণ। এই মন্তব্য প্রকাশ্যে  আসার পর কটাক্ষ করেন  সম্বিত।তাঁর মনে হয়েছে রাহুলের এই মন্দির ভ্রমণ আসলে ভোটের লক্ষে নরম হিন্দুত্ব। সম্বিত বলেন,  রাহুল পৈতে পরেন। উনি উজ্জয়নীতে যাচ্ছেন। আমরা জানতে চাই আপনার গোত্র কী? মধ্যপ্রদেশ নির্বাচনের প্রচারে ইন্দোরে  গিয়ে এ কথা বলেন বিজেপির  এই মুখপাত্র।  28 নভেম্বরের  নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলছে সব পক্ষই।

সম্বিতের মন্তব্যের সমালোচনা করে  জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা বলেছেন,  রাহুলকে যদি কৃষি থেকে শুরু করে কর্মসংস্থান বা মুদ্রাস্ফিতির মোকাবিলা সংক্রান্ত প্রশ্ন করা  হলে  বিষয়টি  বোধগম্য হত।  কিন্তু সব বাদ দিয়ে  যদি  গোত্র জানতে চাওয়া  হয় তাহলে ঈশ্বর ছাড়া কেউ আমাদের রক্ষা  করতে  পারবেন না। গোত্র দিয়ে  প্রত্যেকের  বংশ  ও ব্যক্তি পরিচয় সম্পর্কে জানা যায়।                      

গুজরাটে  বিধানসভা নির্বাচনের  সময় সোমনাথ মন্দিরে  পুজো দিতে যান রাহুল। তখন তাঁকে আক্রমণ করে বিজেপি। সে সময় রাহুল বলেছিলেন, ‘আমি শিবভক্ত, সত্যে বিশ্বাস রাখি। বিজেপি  যাই বলুক না কেন আমি নিজের সত্যে বিশ্বাস করি।'                                                      

নির্বাচন দোড়গোড়ায়  এসে পড়ায় একে অপরকে বাক্য বাণে বিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছেন বিভিন্ন  দলের নেতারা। এখন সম্বিতের মন্তব্য নিয়ে আলোচনা চলছে। আর রবিবার কংগ্রেস সাংসদ শশী থারুরের মন্তব্য নিয়ে  জলঘোলা হয়েছিল। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে এক সাংবাদিকের  সূত্র  উদ্ধৃত  করে  থারুর বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর উপর সঙ্ঘ পরিবার ক্ষুব্ধ। শুধু তাই নয়   আরএসএস নেতাদের কাছে মোদী  ‘শিবলিঙ্গে বিছের মতো' । মানে এটাকে সহ্য করা  যায় না  আবার ‘চপ্পল' ব্যবহার করে সরিয়ে দেওয়াও সম্ভব নয়। থারুরের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাস থেকে  শুরু করে অনেকেই থারুরকে বাক্যবাণে বিদ্ধ  করেছেন। মন্ত্রী বলেছেন, ‘ খুনের মামলায় অভিযুক্ত শশী থারুর  ভগবান শিবকে অসম্মান করেছেন। আমি চাই নিজেকে শিব ভক্ত দাবি করা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া  দিন। ভগবান শিবের এমন অবমাননার পর  কংগ্রেস সভাপতির উচিত হিন্দুদের থেকে ক্ষমা চাওয়া।'                                                          

Advertisement
Advertisement