এই প্রথম নয় এর আগেও বাক যুদ্ধে জড়িয়ে পড়েছেন রাহুল এবং শিবরাজ
হাইলাইটস
- আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচার
- এর আগেও বাক যুদ্ধে জড়িয়ে পড়েছেন রাহুল এবং শিবরাজ
- রাহুলের বিরুদ্ধে মানহানীর মামলা করেন মুখ্যমন্ত্রীর ছেলে
ইন্দোর: আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচার। নেতাদের প্রায় প্রতিটি কথা নিয়েই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন রাহুল গান্ধি। দিনের প্রচার পর্ব মিটে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের দুই নেতা কমলনাথ এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে আইসক্রিম খেতে যান রাহুল। ইন্দোরের ‘56 দুকান'- এ তিন জনকে যেতে দেখা যায়। রাহুলের হাতে আইসক্রিম ছিল। কিছুটা দূরে বসে ছিল একটি ছোট ছেলে। রাহুল তার দিকে আইসক্রিম বাড়িয়ে দেন। এরপর কংগ্রেস সভাপতিকে বলতে শোনা যায় কমল খুব ভাল আইসক্রিম। এই মন্তব্যের সমালোচনা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। তাঁর প্রশ্ন রাহুল কি এভাবেই নিজের চেয়ে বয়সে বড় দের সম্বোধন করেন?
মুখ্যমন্ত্রীর বক্তব্যের লক্ষ্য কংগ্রেস সাংসদ এবং একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করা কমলনাথ। মুখ্যমন্ত্রী বলেন, ‘কমলনাথ রাহুলের বাবার সঙ্গে কাজ করেছেন। 70-75 বছরের একজন মানুষকে নাম ধরে ডাকা ভারতীয় সংস্কৃতি নয়। '
এই প্রথম নয় এর আগেও বাক যুদ্ধে জড়িয়ে পড়েছেন রাহুল এবং শিবরাজ। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করার কথা বলেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এর পর তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে তোলা কয়েকটি দুর্নীতির অভিযোগ থেকে সরে এলেন কংগ্রেস সভাপতি। রাহুলের ব্যাখ্যা অনেক গুলি দুর্নীতির মধ্যে তিনি বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন বলেই অভিযোগ এনেছেন। কংগ্রেস সভাপতি বলেন, ‘ বিজেপির মধ্যে এত দুর্নীতি যে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পানামা কেলেঙ্কারিতে যুক্ত নন। তিনি ই –টেন্ডারিং এবং ব্যাপম কেলেঙ্কারিতে যুক্ত।' সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুলের বিরুদ্ধে মানহানীর মামলা করেন মুখ্যমন্ত্রীর ছেলে।