কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
হাইলাইটস
- ২১ জন কংগ্রেস বিধায়করা দল ছেড়েছেন তাঁদের সঙ্গে দেখা করবেন স্পিকার
- ওই ২১ জন বিধায়কের অধিকাংশই সোমবার বেঙ্গালুরু চলে যান
- কিন্তু তাঁদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়
ভোপাল: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) স্পিকার এনপি প্রজাপতি জানালেন তিনি নিয়ম মেনেই চলবেন। এবং যে ২১ জন কংগ্রেস বিধায়করা দল ছেড়েছেন তাঁদের সঙ্গে দেখা করবেন। তারপর তিনি তাঁদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গত মঙ্গলবার, সারা দেশ যখন হোলি খেলতে ব্যস্ত তখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)-ঘনিষ্ঠ বিধায়করা পদত্যাগপত্র মেল করেন। এর ফলে ১৫ মাসের কমল নাথ সরকার ভাঙনের মুখে। এদিন সাংবাদিকদের এনপি প্রজাপতি বলেন, ‘‘আইন অনুসারে, যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের প্রথমে ব্যক্তিগত ভাবে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তারপরই আমি প্রাপ্য প্রমাণ/ তথ্য দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।'' মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে দলত্যাগী বিধায়কদের স্পিকারের সঙ্গে দেখা করতে বলা হবে।
কংগ্রেস ছেড়ে, বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
মুখ্যমন্ত্রী কমল নাথ মঙ্গলবারই রাজ্যপালকে চিঠি লিখে জানান, তাঁর দলের ছয় মন্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য, যাঁরা দল ছেড়েছেন। রাজ্যপাল এবিষয়ে সিদ্ধান্ত নেবেন।
কংগ্রেস নেতা জেপি ধানোপিয়া জানিয়েছেন, স্পিকারের কাছে আলাদা করে ছ'টি পিটিশন জমা দেওয়া হয়েছে ওই মন্ত্রীদের মন্ত্রিত্ব খারিজ করার ব্যাপারে। এই মন্ত্রীরা হলেন— তুলসি সিলাওয়াত, মহেন্দ্র সিংহ সিসোদিয়া, ইমারতি দেবী, গোবিন্দ সিংহ রাজপুত, প্রভুরাম চৌধুরি ও প্রদ্যুম্ন সিংহ তোমার।
ক্ষমতা দখলে মধ্যপ্রদেশ বিজেপির যুযুধান দুই গোষ্ঠীই সক্রিয়
ওই ২১ জন বিধায়কের অধিকাংশই সোমবার বেঙ্গালুরু চলে যান একটি চাটার্ড ফ্লাইটে। সূত্রানুসারে, তাঁদের মধ্যে একটি মতপার্থক্য দেখা গিয়েছে। কেননা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দিচ্ছেন। কিন্তু তাঁর অনুগামীরা অনেকেই এব্যাপারে জ্যোতিরাদিত্যকে অনুসরণ করতে রাজি নন।
কর্নাটকে কংগ্রেসের মুশকিল আসান ডিকে শিবকুমার দাবি করেন, অধিকাংশ দলত্যাগী অধিকাংশ বিধায়কি আবার ফিরে আসতে চেয়েছেন এবং তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিনি মঙ্গলবার NDTV-কে বলেন, ‘‘এটা খুব দীর্ঘকালীনও হবে না, ওঁরা শিগগিরি ফিরবেন।''
কংগ্রেস দাবি করেছে, তারা কক্ষে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে।
মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী তাঁর সরকার পূর্ণ মেয়াদই ক্ষমতায় থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘‘এই নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।''