This Article is From Feb 24, 2020

বাড়িতে অ্যাডমিট কার্ড! সার্জেন্টের তৎপরতায় অঙ্ক পরীক্ষা দিল ছাত্রী

সার্জেন্ট চৈতন্য মল্লিককে সব খুলে বলে ওই ছাত্রী। তখনও পরীক্ষা শুরু হতে কিছুক্ষণ। সেই কথা শুনে তড়িঘড়ি খান্না এলাকার সাহিত্য পরিষদে ছোটেন ওই সার্জেন্ট।

বাড়িতে অ্যাডমিট কার্ড! সার্জেন্টের তৎপরতায় অঙ্ক পরীক্ষা দিল ছাত্রী

সার্জেন্ট চৈতন্য মল্লিককে সব খুলে বলে ওই ছাত্রী। তখনও পরীক্ষা শুরু হতে কিছুক্ষণ। সেই কথা শুনে তড়িঘড়ি খান্না এলাকার সাহিত্য পরিষদে ছোটেন ওই সার্জেন্ট।

হাইলাইটস

  • অ্যাডমিট কার্ড বাড়িতে! এই অবস্থায় উদ্ভ্রান্ত পরীক্ষার্থী দ্বারস্থ পুলিশের
  • ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করেন সার্জেন্ট
  • নির্বিঘ্নেই অঙ্ক পরীক্ষা দিতে পারে সেই ছাত্রী
কলকাতা:

বাড়িতে অ্যাডমিট কার্ড (Admit Card) ফেলে এসেছে, তাই কেন্দ্রে (Madhyamik 2020) ঢুকতে পারেনি এক পরীক্ষার্থী। সুমন কুড়ে নামে ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র মানিকতলার জয়সওয়াল বিদ্যামন্দির ফর গার্লস। এমন পরিস্থিতিতে সামনেই থাকা সার্জেন্ট (Kolkata Police Sergent) চৈতন্য মল্লিককে সব খুলে বলে ওই ছাত্রী। তখনও পরীক্ষা শুরু হতে কিছুক্ষণ। সেই কথা শুনে তড়িঘড়ি খান্না এলাকার সাহিত্য পরিষদে ছোটেন ওই সার্জেন্ট। সুমনের মা আগে থেকেই অ্যাডমি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই অ্যাডমিট নিয়ে ফের পরীক্ষাকেন্দ্রের সামনে অপেক্ষারত সুমানের হাতে তুলে দেন সেই পুলিশকর্মী। অবশেষে অঙ্ক পরীক্ষা দিতে সমর্থ হয় ওই ছাত্রী। পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে সুমন বলে, "আমি ওই পুলিশকর্মীর কাছে চিরকাল ঋণী থাকব। আমি আজ পরীক্ষা দিতে পারলাম শুধু ওর জন্য।"

Weather Update : রাজ্যে কখন থেকে শুরু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, জেনে নিন

এদিন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। প্রশ্নপত্র ফাঁস আটকাতে একাধিক প্রস্তুটি নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বৈদ্যুতিন গেজেট ও ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিষিদ্ধ। কোনওপ্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। আগামী ৩০ মার্চ অবধি শিক্ষা দফতর নিষিদ্ধ করছে মাইক বাজিয়ে অনুষ্ঠান। ২৭ ফেব্রুয়ারি শেষ হবে এবছরের মাধ্যমিক। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.