মাধ্যমিক পরীক্ষার সিলেবাস বা অন্য কোনও পদ্ধতিতে সঙ্গে সঙ্গে বদল ঘটানো সম্ভব নয়
হাইলাইটস
- সিলেবাস বদল নিয়ে এখনই কোনও পদক্ষেপ করতে চাইছে না পরীক্ষা পর্ষদ
- শুধু মাধ্যমিক নয়, নবম শ্রেণির সিলেবাসেও আসবে বদল
- সিলেবাস কমিটি গোটা বিষয়টি নতুন করে পর্যবেক্ষণ করছে
কলকাতা: মাধ্যমিকের সিলেবাস (Madhyamik Syllabus ) বদল নিয়ে এখনই কোনও পদক্ষেপ করতে চাইছে না পরীক্ষা পর্ষদ। সমস্ত দিক খতিয়ে দেখে ধীরে ধীরে দশম শ্রেণির পাঠ্যক্রমে বদল আনার ভাবনা রয়েছে। শুধু মাধ্যমিক নয়, নবম শ্রেণির সিলেবাসেও আসবে বদল। পর্ষদের এক কর্তা জানিয়েছেন, সিলেবাস কমিটি গোটা বিষয়টি নতুন করে পর্যবেক্ষণ করছে। অন্য বোর্ড গুলির সিলেবাসও খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়টি শেষ হয়ে গেলে সিলেবাস কমিটি পর্ষদকে জানাবে আদৌ কোন পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে তারা সেই মর্মে সুপারিশ করবে। পর্ষদ তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। বোঝাই যাচ্ছে গোটা প্রক্রিয়াটাই সময় সাপেক্ষ।
ওই কর্তা জানালেন নিয়ম অনুসারে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস বা অন্য কোনও পদ্ধতিতে সঙ্গে সঙ্গে বদল ঘটানো সম্ভব নয়। বছর পাঁচেক সময় নিয়ে গোটা বিষয়টি সম্পন্ন করতে হয়। এবারও সিলেবাসে বদল করলে সেই বিষয়টিকে মাথায় রাখতেই হবে। এর আগে ২০১৫ সালে মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে বদল আসে। ছোট প্রশ্নের উপর বাড়তি গুরুত্ব আরোপ করা হয়। তারপর থেকে শিক্ষক মহলে মাধ্যমিকের সিলেবাস বদল নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু পর্ষদ জানিয়েছে এখনই তেমন কোনও ভাবনা নেই।