কলকাতা: স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik examination) ফল ঘোষণা করে জানান এইবার মোট পাসের হার ৮৬.০৭%। বরাবরের মতোই জেলা থেকেই সেরা হয়েছেন বেশি সংখ্যক ছাত্রছাত্রী। মাধ্যমিকের ফলাফলে এবার পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার সর্বার্ধিক ৯৬.১০%। এর পরেই কলকাতা, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। প্রথম তিনে রয়েছে জেলার ৫ কৃতী।
মাধ্যমিকের ফল প্রকাশ! ফের জয়জয়কার জেলার, ৬৯৪ পেয়ে প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত
এবার প্রথম স্থানে রয়েছেন, সৌগত দাস। পুর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৪ (৯৯.৯৪%)। সৌগতর বাবা অঙ্ক শিক্ষক। বাবার স্কুলেই পড়েছে সৌগত। বাবার কাছে অঙ্ক পড়া ছাড়াও অবশ্য চারজন গৃহশিক্ষক ছিল তাঁর। সৌগতর কথায়, ইংরাজিতে সামান্য দুর্বলতা ছিল তাঁর, তবে বারেবারে পাঠ্যবই ভালো করে পড়ে, আর ক্রমাগত অনুশীলন করেই ভয় কেটেছে তাঁর। প্রিয় বিষয় পদার্থবিদ্যা, জীবন বিজ্ঞান। বিজ্ঞান বিভাগে পড়ে ডাক্তার হতে চায় সৌগত, তাঁর লক্ষ্য দরিদ্রদের সুলভে চিকিৎসার ব্যবস্থা করা। টেস্টের পর থেকেই তাই দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা নিয়ম করে পড়ত সৌগত। তবে শুধুই পড়াশোনা নয়, ছবি আঁকা আর গল্পের বইয়েও সমান আগ্রহ মাধ্যমিকের এই কৃতীর। একঝলকে দেখুন মেধা তালিকা
প্রাপ্ত স্থান | কৃতীদের নাম | প্রাপ্ত নম্বর | স্কুল |
প্রথম | সৌগত দাস | ৬৯৪ | পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ |
দ্বিতীয় | দেবস্মিতা সাহা | ৬৯১ | কোচবিহার ইলাদেবী গার্লস হাইস্কুল |
দ্বিতীয় | শ্রেয়সী পাল | ৬৯১ | আলিপুরদুয়ার ফালাকাটা গার্লস হাইস্কুল |
তৃতীয় | ক্যামেলিয়া রায় | ৬৮৯ | রায়গঞ্জ গার্লস হাইস্কুল |
তৃতীয় | ব্রতীন মণ্ডল | ৬৮৯ | নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল |
চতুর্থ | অরিত্র সাহা | ৬৮৭ | আলিপুরদুয়ারের বড়বিশা হাইস্কুল |
পঞ্চম | সুকল্প দে | ৬৮৬ | হুগলি কলেজিয়েট স্কুল |
পঞ্চম | রুহানা সুলতানা | ৬৮৬ | গান্ধী রাজা মণীন্দ্র চন্দ্র গার্লস হাইস্কুল |
ষষ্ঠ | সোহম দে | ৬৮৫ | হুগলি গোঘাট হাইস্কুল |
ষষ্ঠ | সাবর্ণী চট্টোপাধ্যায় | ৬৮৫ | বীরভুমের রামপুর হাইস্কুল |
ষষ্ঠ | সায়ত্বিকা বোস | ৬৮৫ | বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল |
ষষ্ঠ | সুপর্ণা সাউ | ৬৮৫ | আলিগঞ্জ নিশি রাজনারায়ণ বালিকা বিদ্যালয় |
ষষ্ঠ | অংকন চক্রবর্তী | ৬৮৫ | মুনিয়ারী কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশন |
সপ্তম | গায়ত্রী মোদক | ৬৮৪ | কোচবিহারের ইলাদেবী গর্লস হাইস্কুল |
সপ্তম | অনীক চক্রবর্তী | ৬৮৪ | ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুল |
সপ্তম | সপ্তর্ষি দত্ত | ৬৮৪ | নদিয়ার রবিতীর্থ বিদ্যালয় |
অষ্টম | শাহনওয়াজ আলম | ৬৮৩ | কোচবিহারে শীতলখুচি হাইস্কুলে |
অষ্টম | সায়ন্তন বসাক | ৬৮৩ | গঙ্গারামপুর হাইস্কুল |
অষ্টম | অর্কপ্রভ সাহানা | ৬৮৩ | বাঁকুড়া হাইস্কুল |
অষ্টম | কৌশিক সাঁতরা | ৬৮৩ | বিবেকানন্দ শিক্ষা নিকেতন |
অষ্টম | সুদীপ্তা ধবল | ৬৮৩ | বাঁকুড়ার কিষণগঞ্জ হাইস্কুল |
অষ্টম | সায়ন্তন দত্ত | ৬৮৩ | বাঁকুড়া জেলা স্কুল |
অষ্টম | পৃথ্বীশ কর্মকার | ৬৮৩ | রামহোলিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল |
অষ্টম | দেবলীনা দাস | ৬৮৩ | আরামবাগ গার্লস হাইস্কুল |
অষ্টম | অয়ন্তিকা মাঝি | ৬৮৩ | বর্ধমান বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুল |
অষ্টম | পুস্কর ঘোষ | ৬৮৩ | পূর্ব বর্ধমান কাটোয়া কাশীরাম দাস স্কুল |
অষ্টম | সেবন্তী চক্রবর্তী | ৬৮৩ | আমতলা বালিকা বিদ্যালয় |
নবম | জয়েশ রায় | ৬৮২ | আলিপুরদুয়ারের শীলবড়িহাট হাইস্কুল |
নবম | পুরষ্কা মহাপাত্র | ৬৮২ | জলপাইগুড়ি আশালতা হাইস্কুল |
নবম | সৌগত পণ্ডা | ৬৮২ | বাঁকুড়া হাইস্কুল |
নবম | শুভদীপ কুণ্ডু | ৬৮২ | রামহোলিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল |
নবম | সৌকার্য বিশ্বাস | ৬৮২ | প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় |
নবম | প্রত্যুষ করণ | ৬৮২ | কন্টাই হাইস্কুল |
নবম | অরুণিমা ত্রিপাঠী | ৬৮২ | জ্ঞানদ্বীপ বিদ্যাপীঠ হাইস্কুল |
নবম | অভিনন্দন জানা | ৬৮২ | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় |
নবম | ঐকিক মাঝি | ৬৮২ | নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় |
দশম | সঞ্চারী চক্রবর্তী | ৬৮১ | রায়গঞ্জ গার্লস হাইস্কুল |
দশম | সায়ন্তিকা দাস | ৬৮১ | মালদার বার্লো গার্লস হাইস্কুল |
দশম | সৌধ হাজরা | ৬৮১ | বাঁকুড়া রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ |
দশম | সাখী কুণ্ডু | ৬৮১ | বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল |
দশম | রিমা চৌধুরী | ৬৮১ | বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল |
দশম | সৌম্যদ্বীপ দত্ত | ৬৮১ | ধনিয়াখালি মহামায়া বিদ্যাপীঠ |
দশম | অরিত্র মহড়া | ৬৮১ | সিউড়ি নেতাজি বিদ্যাভবন |
দশম | সৌম্যজিত্ ঘোষ | ৬৮১ | মেমারি বিদ্যাসাগর ইনস্টিটিউশন |
দশম | সায়ন্তিকা রায় | ৬৮১ | পশ্চিম বর্ধমানের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ |
দশম | শুভদীপ মাঝি | ৬৮১ | ঝাড়গ্রাম বাঁধগোড়া অঞ্চল বিদ্যালয় |
দশম | সহেলি রায় | ৬৮১ | রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস |
দশম | দেবমাল্য সাহা | ৬৮১ | রহড়া রামকৃষ্ণ মিশন |
দশম | প্রত্যাশা মজুমদার | ৬৮১ | বিরাটি বিদ্যালয় ফর গার্লস |
দশম | অঙ্কিতা কুণ্ডু | ৬৮১ | হাবড়া কামিনীকুমার গার্লস হাইস্কুল |
দশম | সোহম দাস | ৬৮১ | যাদবপুর বিদ্যাপীঠ |
ফালাকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল, ও কোচবিহার ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা যুগ্ম দ্বিতীয় হয়েছে ৬৯১ নম্বর পেয়ে। সৌগতর মতোই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে শ্রেয়সী। মেধাবী এই ছাত্রী পরীক্ষার পর আশাই করেছিল ৬৮০-র কাছাকাছি নম্বর পাবে।
আগামী বছর কবে থেকে শুরু হচ্ছে মাধ্যমিক? পরে জানাবে পর্ষদ
রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রী ক্যামেলিয়া রায় ও শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র ব্রতীন মণ্ডল ৬৮৯ পেয়ে তৃতীয় স্থান জয় করেছে। ক্যামেলিয়ারও আশা ছিল পরীক্ষার ফল ভালোই হবে তাঁর। ক্যামেলিয়া বলেন, “পরীক্ষা সব ভালো দিয়েছি। চ্যালেঞ্জ ছিল বটেই, তবে নার্ভাস ছিলাম না তেমন।” বিজ্ঞান নিয়ে পড়তে চাইলেও এই ছাত্রীর প্রিয় বিষয় কিন্তু ইতিহাস, ভালোবাসে অঙ্কও।
কৃতী ছাত্র ব্রতীনের বাবা মা দু'জনেই পদার্থবিদ্যার শিক্ষক, ব্রতীন নিজেও পদার্থবিদ্যা নিয়েই গবেষণা করতে চায়। ফুটবল খেলতে ভালোবাসা ব্রতীন বলে, “টেস্টের পরে প্রায় সারাদিন পড়তাম। এর আগে ৫/৬ ঘণ্টা। ফল তো আমার হাতে ছিল না, তাই ও নিয়ে ভাবিনি। পরীক্ষা ভালো দিতে হবে এটুকুই জানতাম।”