কলকাতা: আজ প্রকাশিত হচ্ছে মধ্যামিক পরীক্ষার ফলাফল! বেলা দশটার পর পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ বা WBBSE-র অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নম্বর দিয়ে সেই ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মাধ্যমিকের ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেন। চলতি বছরে দশ লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। মাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও মধ্যামিকের রেজাল্ট indiaresults.com এবং exam.results.net সহ কিছু বেসরকারি পোর্টালেও পাওয়া যাবে।
এই রাজ্যে কোভিড-১৯ লকডাউন শুরুর আগেই মাধ্যমিকের অধিকাংশ সমস্ত পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। তবে যেসব পরীক্ষা আর আয়োজন করা যায়নি, সেই সব বিষয়ের মূল্যায়ন The Indian School Certificate Examinations কাউন্সিল বা সিআইএসসিই-র নিয়ম মেনেই হয়েছে।
চলতি বছরের মাধ্যমিকের ফলাফল কীভাবে দেখবেন
ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইট দেখুন - wbresults.nic.in বা wbbse.org
ধাপ ২: WBBSE Madhyamik results 2020- এর লিঙ্কটিতে ক্লিক করুন
ধাপ ৩: মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে উল্লিখিত রোল নম্বরটি লিখুন
ধাপ ৪: ফাঁকা স্থানগুলিতে অন্যান্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন
ধাপ ৫: সাবমিট করুন এবং মাধ্যমিকের ফলাফল জেনে নিন
বেসরকারি পোর্টালে কীভাবে মাধ্যমিকের ফলাফল দেখবেন;
ধাপ ১: indiaresults.com বা examresults.net দেখুন
ধাপ ২: রাজ্য নির্বাচন করুন - পশ্চিমবঙ্গ
ধাপ ৩: শ্রেণি নির্বাচন করুন
ধাপ ৪: রোল নম্বর, ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর লিখুন
ধাপ ৫: সাবমিট করে WBBSE Madhyamik results 2020 দেখুন
তবে, বেসরকারি পোর্টাল থেকে মাধ্যমিকের ফলাফল জানলে সরকারি ওয়েবসাইট থেকেও একবার ফলাফল মিলিয়ে নিতে অনুরোধ করা হচ্ছে পড়ুয়াদের।