This Article is From Mar 05, 2019

আবার কি বদল আসতে চলেছে মাধ্যমিকের সিলেবাসের?

২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় (2022 Madhyamik examination) সিলেবাসে পরিবর্তন হলেও হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এই ধরণের পর্যালোচনা আসলে একটি নিয়মমাফিক প্রক্রিয়া।

আবার কি বদল আসতে চলেছে মাধ্যমিকের সিলেবাসের?

সিলেবাস সংস্কার কমিটি জানিয়েছে, নবম এবং দশম শ্রেণির সম্পূর্ণ পাঠ্যক্রম ভালোভাবে খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে

কলকাতা:

ফের কি বদলাবে মাধ্যমিকের পাঠ্যক্রম? মাধ্যমিক সিলেবাস সংস্কার কমিটি (Syllabus Reforms Committee) অবশ্য জানাচ্ছে ফের একদফা খতিয়ে দেখা হচ্ছে মাধ্যমিকের সিলেবাস। পশ্চিমবঙ্গে দশম শ্রেণির পরীক্ষার জন্য পাঠ্যক্রম পর্যালোচনা করে দেখছে এই কমিটি, যদিও এখনই তাৎক্ষণিক পরিবর্তন নিয়ে আসা হবে কিনা তা নিয়ে বিশদে জানাননি ওই কমিটির এক শীর্ষ কর্মকর্তা। সিলেবাস সংস্কার কমিটির ওই কর্মকর্তা জানিয়েছেন, নবম এবং দশম শ্রেণির সম্পূর্ণ পাঠ্যক্রম ভালোভাবে খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। 

RRB Group D Result 2018-19: এক ক্লিকে চেক করুন গ্রূপ ডি-র রেজাল্ট

ওই কর্তা বলেন, “কমিটি যদি মনে করে যে কোনও অংশে সিলেবাসে কোনওরকম পরিবর্তন করার প্রয়োজন রয়েছে তবে সরকারকে পরামর্শ দেওয়া হবে। পর্ষদ এবং বোর্ড কর্মকর্তারা এই কমিটির প্রতিবেদন মূল্যায়ন করবে এবং যদি তাঁরা প্রয়োজন মনে করেন তবে সেই পরামর্শ বাস্তবায়ন করা হবে।"

একটি প্রশ্নের জবাবে কমিটির এক কর্মকর্তা বলেন, যেহেতু পাঁচবছরের মধ্যে মাধ্যমিকের পাঠ্যক্রমের কোনও পরিবর্তন কার্যকরী হতে পারে না, সেজন্য পাঠ্যক্রমের হঠাৎ কোনও পরিবর্তন হওয়ার কথা এই মুহূর্তে নেই। 

যৌন হেনস্থায় নাম জড়ানোয় অবসাদে গলায় দড়ি কলকাতার চলচ্চিত্র পরিচালকের

২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় (2022 Madhyamik examination) সিলেবাসে পরিবর্তন হলেও হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এই ধরণের পর্যালোচনা আসলে একটি নিয়মমাফিক প্রক্রিয়া। সিলেবাস সংস্কার সংস্কার কমিটি ২০১৫ সালে মাধ্যমিকের পাঠ্যক্রমের পরিবর্তনের সুপারিশ করেছিল। সেই সময়েই মাল্টিপল চয়েস কোয়েশ্চন এবং আরও বেশি পাঠ্য-ভিত্তিক পড়াশোনার সুপারিশ করেছিল কমিটি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.