Maharashtra Election 2019 LIVE: সকাল ৭টায় রাজ্যের ২৮৮ আসনে ভোটগ্রহণ শুরু হয়
মুম্বই: মহারাষ্ট্রে (Maharashtra votes) আজ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫.৩০টা পর্যন্ত। লোকসভা নির্বাচনের পর এটাই প্রথম নির্বাচন। মহারাষ্ট্রে ২৮৮ আসনের মধ্যেজোটে লড়াই করছে বিজেপি এবং শিবসেনা, জোটে লড়ছে কংগ্রেস এবং এনসিপিও। এই দুটি বড় জোটের সঙ্গে জোট বেঁধে অথবা একলা লড়াই করছে বহু আঞ্চলিক দল। দেবেন্দ্র ফড়নবিশ সরকারের পাঁছ বছরের মেয়াদ উত্তীর্ণ হতে, এই নির্বাচন, ৯ নভেম্বরের মধ্যে নতুন সরকারকে শপথ গ্রহণ করতেই হবে।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের Live Updates এখানে:
Maharashtra Election Live News: বান্দ্রা পশ্চিমে ভোট দিলেন অভিনেতা শাহরুখ খান এবং স্ত্রী গৌরী খান
Maharashtra Election 2019: মুম্বইয়ের একটি বুথে ভোট দিলেন শাবানা আজমি এবং জাভেদ আখতার
Maharashtra Election 2019: বান্দ্রা পশ্চিমে ভোট দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকন
Maharashtra Election Live News: ভোট পড়ল এখনও পর্যন্ত ৩০.৮ শতাংশ
মহারাষ্ট্রে ভোটদানের হার কমেছে। ২০১৪ এর সঙ্গে এবার ভোটদানের হার তুলনা করলে তেমনই দেখা যাচ্ছে। আর ৪ ঘন্টা বাকি, ভোট পড়েছে ৩০.৮ শতাংশ
Maharashtra Election Live News: অন্ধেরি পশ্চিমে ভোট দিলেন অভিনেতা অনিল কাপুর, ঋত্ত্বিক রোশন
Maharashtra Election Live News: অন্ধেরিতে (পশ্চিম) ভোট দিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনি
Maharashtra Election Live News: অন্ধেরিতে ভোট দিলেন অভিনেতা গোবিন্দা, স্ত্রী সুনিতা
Maharashtra Election Live News: মুম্বইয়ে ভোট দিলেন শরদ পাওয়ার
Maharashtra Election Live News: বান্দ্রা পশ্চিমে ভোট দিলেন সচিন তেণ্ডুলকর, স্ত্রী অঞ্জলি এবং ছেলে অর্জুন
Maharashtra Election Live News: বান্দ্রা পশ্চিমে ভোট দিলেন প্রেম চোপড়া, গুলজার
Maharashtra Election Today: ভোট দিলেন রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা
Maharashtra Election Live News: ভোট দিলেন মহেশ ভুপতি এবং লারা দত্ত
বান্দ্রা পশ্চিমে ভোট দিলেন প্রাক্তন টেনিস তারকা মহেশ ভুপতি এবং অভিনেত্রী লারা দত্ত
Maharashtra Polls 2019: মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে ভোট দিলেন আমির খান
বান্দ্রা পশ্চিমে ভোট দিতে গিয়ে আমির খান বলেন, "আমি মহারাষ্ট্রের সমস্ত নাগরিকদের অনুরোধ করছি, সবাই বেরিয়ে এসে ভোট দিন"।
Maharashtra Election Live News: ভোট দিলেন কংগ্রেস নেতা সুশীল কুমার শিণ্ডে
সোলাপুরের একটি কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সুশীল কুমার শিণ্ডে, তাঁক স্ত্রী উজ্বলা, এবং মেয়ে প্রনীতি শিণ্ডে। সোলাপুর সেন্ট্রাল আসনে কংগ্রেস প্রার্থী প্রণীতি শিণ্ডে
Maharashtra Elections 2019: লড়াই এবং আসন ভাগাভাগি
মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮ আসনের মধ্যে বিজেপি ও শিবসেনা লড়াই করছে ২৭৪ আসনে, তারমধ্যে ১৫০ আসনে বিজেপি এবং ১৪ আসনে লড়াই করছে শিবসেনা। ১২৫টি করে আসনে লড়ছে কংগ্রেস ও এনসিপি, অন্যান্য জোটসঙ্গীদের জন্য তারা ছেড়েছে ৩৮ আসন
Maharashtra Elections 2019: মহারাষ্ট্রে যোগ্য ভোটার
২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে যোগ্য ভোটার ৮.৯ কোটি। তারমধ্যে পুরুষ ভোটার ৪.৬৯ কোটি, মহিলা ভোটার ৪.২৮ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২,৬৩৪।
Maharashtra Polls 2019: ভোট দিলেনএনসিপি নেতা এবং বারামতীর প্রার্থী অজিত পাওয়ার
Maharashtra Polls 2019: মুম্বইয়ের ওরলিতে ভোট দিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার জুলিও রিবেরিও
Maharashtra Election 2019: ব্যাপক সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Maharashtra Election 2019: মহারাষ্ট্রের পরিসংখ্যান
মহারাষ্ট্রে মোট আসন ২৮৮। ২৯টি তপশিলি জাতি এবং ২৫টি তপশিলি উপজাতিদের জন্য। মহারাষ্ট্রে মোট ভোটারসংখ্যা ৮.৯ কোটি। এবারে সেরাজ্যে লড়াইয়ের ময়দান ৩,২৩৯ জন প্রার্থী।
Maharashtra Election 2019: নাগপুরে ভোট দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত