This Article is From Nov 07, 2019

মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে টালমাটা‌ল পরিস্থিতি, রাজ্যপালের সঙ্গে দেখা বিজেপির

মহারাষ্ট্রে (Maharashtra) নতুন সরকার গড়া নিয়ে টালমাটাল পরিস্থিতিতে বৃহস্পতিবার বিজেপির (BJP)প্রতিনিধি দল দেখা করল রাজ্যপালের সঙ্গে।

মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে টালমাটা‌ল পরিস্থিতি, রাজ্যপালের সঙ্গে দেখা বিজেপির

বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করল বৃহস্পতিবার।

মুম্বই:

মহারাষ্ট্রে (Maharashtra) নতুন সরকার গড়া নিয়ে টালমাটাল পরিস্থিতিতে বৃহস্পতিবার বিজেপির (BJP)প্রতিনিধি দল দেখা করল রাজ্যপালের সঙ্গে। অন্যদিকে শিবসেনা (Shiv Sena) তাদের বিধায়কদের মুম্বইয়ের একটি হোটেলে সরিয়ে দিল। দুই দলই একে অপরের দিকে সরকার গঠনে দেরি করানোর জন্য দোষারোপ করছে। বিজেপি দাবি করেছে, তাদের কাছে ১৮২ জন বিধায়কের সমর্থন রয়েছে। এদিকে শিবসেনা তাদের ‘সামনা' পত্রিকায় দাবি করেছে, তাদের বিধায়কদের ‘‘টাকাভর্তি ব্যাগের প্রস্তাব দেওয়া হয়েছে।'' এদিন উদ্ধব ঠাকরে তাঁর বাড়ি ‘মাতশ্রী'-তে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন। বৈঠকের পরে বিজেপি যাতে তাঁদের হস্তগত না করতে পারে, তাই মুম্বইয়ের এক হোটেলে নিয়ে যাওয়া হল বিধায়কদের। আপাতত হোটেল রংশারদাতেই থাকবেন ওই বিধায়করা। ওই হোটেলটি উদ্ধব ঠাকরের বাড়ি এবং শিবসেনার সদর দফতর থেকে খুব দূরে নয়।

কেবল শিবসেনা বিধায়করাই নয়, এদিনের বৈঠকে কয়েক জন নির্দল বিধায়কও ছিলেন।

“শিবসেনার সমর্থন পাব', বিধানসভার মেয়াদ শেষের একদিন আগে বললেন নীতিন গড়করি

বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল জানিয়েছেন, ‘‘মহাজুটি (বিজেপি-শিবসেনা জুটি) পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এবং তার উপরেই ভিত্তি করেই নতুন সরকার গঠিত হবে। আমরা রাজ্যপালের সঙ্গে এই পরিস্থিতিতে কী আইনি পদক্ষেপ করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি।''

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘‘বিজেপি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করল কিন্তু সরকার গঠনের দাবি জানাল না! কেন তারা তাদের সমর্থনে থাকা বিধায়কদের তালিকা নিয়ে গেল না? এর থেকে বোঝা যাচ্ছে, বিজেপির নিজেদের কোনও সংখ্যাগরিষ্ঠতা নেই। কেন ওরা ক্ষমতার লোভ ছেড়ে আমাদের জানাচ্ছে না যে ওরা সরকার গঠন করতে পারবে না।''

মহারাষ্ট্রে সরকার গঠনের সময় এগিয়ে আসায় "ষড়যন্ত্র" করছে বিজেপি, অভিযোগ শিবসেনার

সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বাধিক ১০৫টি আসন পেয়েছে। শিবসেনা পেয়েছে ৫৬টি আসন।

বিজেপি বারবার বলে এসেছে, দেবেন্দ্র ফড়নবিশকেই তারা দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে। তাদের দাবি, যেহেতু বিজেপি ১০৫টি আসন পেয়েছে, তাই তাদের দল থেকেই মুখ্যমন্ত্রী হওয়া বাঞ্ছনীয়।

এদিকে আইনি পদক্ষেপ করার ব্যাপারে বিজেপির বক্তব্য প্রসঙ্গে শিবসেনার তরফে সঞ্জয় রাউত বলেন, ‘‘সংবিধান বিজেপির দ্বারা সংরক্ষিত নয়। আমরা সংবিধান মেনেই শিবসেনার কাউকে মুখ্যমন্ত্রী করব। বিজেপি জানিয়েছে, মুখ্যমন্ত্রী হবেন তাদের দল থেকেই। আমি ওদের আত্মবিশ্বাসকে শ্রদ্ধা করি।''

দলীয় বৈঠকের আগে সাংসদ সঞ্জয় রাউত জানান, ‘‘আমাদের বিধায়করা দৃঢ়সংকল্প এবং দলের প্রতি দায়বদ্ধ। যাঁরা এমন গুজব ছড়াচ্ছেন, তাঁরা আগে নিজেদের বিধায়কদের ব্যাপারে সচেতন হোন। শিবসেনা বিধায়কদের কাছাকাছি আসার সাহস কারও নেই।''

তিনি বলেন, তাঁদের ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। যদিও সেটা কী করে সম্ভব, সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

.