This Article is From Oct 24, 2019

Maharashtra Election Results 2019: শিবসেনার শক্তঘাঁটি ওরলি কেন্দ্রে জয়ী আদিত্য ঠাকরে

Maharashtra Election Results 2019: ১৯৯৬-এ বাল ঠাকরে শিবসেনা গঠনের পর থেকে, ঠাকরে পরিবারের প্রথম সদস্য হিসেবে নির্বাচনে লড়াই করলেন আদিত্য ঠাকরে

Maharashtra Election Results 2019:  শিবসেনার শক্তঘাঁটি ওরলি কেন্দ্রে জয়ী আদিত্য ঠাকরে

2019 Maharashtra Election Results: শিবসেনার অন্যতম মিশুকে নেতা হয়ে উঠেছে আদিত্য ঠাকরে

হাইলাইটস

  • মুম্বইয়ের ওরলি কেন্দ্রের প্রার্থী আদিত্য ঠাকরে
  • এনসিপির সুরেশ রানের বিরুদ্ধে দাঁড়ান তিনি
  • পরিবারের প্রথম সদস্য হিসেবে ভোটে লড়লেন তিনি
মুম্বই:

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে, মুম্বইয়ের ওরলি কেন্দ্র (Worli Assembly Constituency) থেকে জয়ী হলেন শিবসেনার প্রার্থী আদিত্য ঠাকরে (Aaditya Thackeray), তাঁর প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থীকে ৭০,০০০ এর বেশী ভোটে পরাজিত করেন তিনি। ওরলি কেন্দ্রটি শিবসেনার শক্তঘাঁটি, এই আসনে আদিত্য ঠাকরের জয়ীর পূর্বাভাস ছিলই। এনসিপি  প্রার্থী সুরেশ রানের বিরুদ্ধে লড়াই করেন তিনি। ১৯৯৬-এ বাল ঠাকরে শিবসেনা গঠনের পর থেকে, ঠাকরে পরিবারের প্রথম সদস্য হিসেবে নির্বাচনে লড়াই করলেন আদিত্য ঠাকরে। যদি বিজের কাছে অপরিহার্য হয়ে ওঠার মতো আসন পায় শিবসেনা, তাহলে উপমুখ্যমন্ত্রী হতে পারেন আদিত্য ঠাকরে।

যদি শিবসেনা, বিজেপির কাছে অপরিহার্য হয়ে ওঠার মতো আসন পায়, তাহলে আদিত্য ঠাকরে হবেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী।

শিবসেনা শিবিরে ইতিমধ্যেই মিশুকে নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন আদিত্য ঠাকরে, পাশাপাশি রোড শো এবং পদযাত্রায় নজরও কেড়েছেন তিনি, অ্যারে তে মেট্রো প্রকল্প নিয়ে তিনি প্রতিবাদেও সামিল হন।

মুম্বইয়ের ৩৬টি আসনের মধ্যে অন্যতম ওরলি। এখানে বিশেষত মৎস্যজীবীদের বাস।

১৯৯০ থেকে ২০০৪ পর্যন্ত ওরলি কেন্দ্রের প্রতিনিধি ছিলেন দত্ত নালাওয়াড়ে। ২০০৯-এ জেতেন এনসিপি প্রার্থী সচিন আহির।

২০১৪ নির্বাচনে  জয়ী হন শিবসেনা প্রার্থী সুনীল শিণ্ডে। এমনকী, এবারের লোকসভা নির্বাচনে ওরলি লোকসভা কেন্দ্রে সহজ জয় পান অরবিন্দ সাওয়ান্ত।

.