This Article is From Oct 23, 2019

আমাদের সাহায্য ছাড়া বিজেপি সরকার গড়তে পারবে না, বললেন শিবসেনা নেতা

শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউতের দাবি, বিজেপি আগামী সরকার গঠন করতে পারবে না উদ্ধব থ্যাকারের দলের সমর্থন ছাড়া।

আমাদের সাহায্য ছাড়া বিজেপি সরকার গড়তে পারবে না, বললেন শিবসেনা নেতা

বৃহস্পতিবার গণনা। তার ঠিক আগেই এমন মন্তব্য করলেন সঞ্জয় রাউত।

মুম্বই:

অধিকাংশ এগজিট পোল থেকে মনে করা হচ্ছে, ২১ অক্টোবর হওয়া মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে (Maharashtra assembly elections)অনায়াসে জয়ী হবে বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ। বুধবার শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউত বলেন, তাঁদের জোটসঙ্গী বিজেপি আগামী সরকার গঠন করতে পারবে না উদ্ধব থ্যাকারের দলের সমর্থন ছাড়া। বৃহস্পতিবার গণনা। তার ঠিক আগেই এমন মন্তব্য করলেন সঞ্জয় রাউত। শিবসেনা নেতা আরও দাবি করেন, তাঁদের দল ১২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১০০টি আসনে জয়ী হবে। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ১৬৪টি আসনে। এর মধ্যে ছোট জোটসঙ্গী দলগুলিও আছে যারা পদ্মচিহ্নে লড়ছে। রাজ্যে মোট আসন সংখ্যা ২৮৮।

"লাভ জিহাদ": মেয়ে ঘর ছাড়ার পর বিরোধী পক্ষকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা

প্রায় সমস্ত এগজিট পোলই বলছে বিজেপি জোটই ক্ষমতায় আসছে। কিন্তু কেবল একটি এগজিট পোলের হিসেবে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতার কাছে পৌঁছে যাবে। সেই এগজিট পোল অনুযায়ী বিজেপি পাবে ১৪২টি আসন। শিবসেনা পাবে ১০২। সরকার গড়তে দরকার ১৪৫টি আসন।

সঞ্জয় রাউত বলছেন, ‘‘বিজেপি পরবর্তী সরকার গড়তে পারবে না শিবসেনার সাহায্য ছাড়া, যদি তারা মাত্র ৪-৫টি আসনেও জয়লাভ করে।''

রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফকে দেওয়া প্রসঙ্গে কেন্দ্রকে আর্জি রাজ্যের

তিনি বলেন, ‘‘আমি মনে করি শিবসেনা ১০০ আসনে জয়লাভ করবে। কিন্তু বিজেপি একা সরকার গড়তে পারবে না। বিজেপি-সেনা জোট ২০০ আসন পেরিয়ে যাবে এবারের বিধানসভা নির্বাচন‌ে।''

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে শিবসেনা পেয়েছিল ৬২ আসন। সেবার তারা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে কোনও জোট গড়েনি। এরপর বিজেপি সর্বোচ্চ ১২২টি আসন জেতার পরে শিবসেনা সরকারে যোগ দেয়।

বিজেপি ও শিবসেনার মধ্যে যে ভালবাসা-ঘৃণাভরা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে তা মেনে নেন সঞ্জয়।

রাজ্যসভার সাংসদ বলেন, ‘‘ভোটগণনার প‌রেও জোট ভাঙবে না। যদিও ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ও সেনা আলাদা করে লড়েছিল, এবা দুই দল হাতে হাত মিলিয়ে লড়ছে। এটা এক ধরনের ভালবাসা-ঘৃণাভরা সম্পর্ক।''

.