This Article is From Oct 17, 2019

"সাভারকর নন, নাথুরাম গডসেকেই ভারত রত্ন দিন", কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের

Maharashtra Assembly Elections: "সাভারকারের বিরুদ্ধে গান্ধিজিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, কিন্তু এই হত্যাকাণ্ড চালান নাথুরাম গডসে": মণীশ তিওয়ারি

"এনডিএ সরকারকে সরাসরি গডসেকেই ভারতরত্ন দেওয়া উচিত", বলেন Manish Tiwari

হাইলাইটস

  • বিনায়ক দামোদর সাভারকরের নাম ভারত রত্নের জন্য প্রস্তাব করেছে
  • নাথুরাম গডসেকেই সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া উচিত
  • এই বছর মহাত্মা গান্ধির ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে
নাগপুর:

ভারতরত্নকে (Bharat Ratna) হাতিয়ার করে এবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। আসন্ন মহারাষ্ট্রে নির্বাচন (Maharashtra Assembly Elections) উপলক্ষে বিজেপি দলের ইস্তাহারে বিনায়ক দামোদর সাভারকরের নাম ভারত রত্নের জন্য প্রস্তাব করেছে। সেই প্রসঙ্গই উত্থাপন করে এবার এনডিএ-কে কটাক্ষ করে তিনি (Manish Tiwari) বলেন যে, ওই দলের সরাসরি নাথুরাম গডসেকেই (Nathuram Godse) সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া উচিত। "সাভারকারের বিরুদ্ধে কেবল মহাত্মা গান্ধিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল, যেখানে নাথুরাম গডসে এই হত্যাকাণ্ড চালান। এই বছর আমরা মহাত্মা গান্ধির ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন করছি, এই উপলক্ষে এনডিএ সরকারের উচিত সাভারকরের বদলে সরাসরি গডসেকেই ভারতরত্ন দেওয়া", নাগপুরে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই বলেন কংগ্রেসের ওই মুখপাত্র।

এর আগে, কংগ্রেস নেতা রশিদ আলভিও সাভারকরকে ভারতরত্ন দেওয়ার বিষয়ে বিজেপির প্রস্তাবের তীব্র সমালোচনা করেন এবং বলেন যে এরপর হয়তো ভারত রত্ন দেওয়ার তালিকায় পরের দিকে নাথুরাম গডসের নামও থাকতে পারে।

বিজেপির মুখে মহাত্মা গান্ধি, মনে নাথুরাম গডসে: আসাউদ্দিন ওয়াইসি

"সবাই সাভারকারের ইতিহাস জানে। সাভারকরের বিরুদ্ধে গান্ধিজিকে হত্যার অভিযোগ আনা হয়েছিল, প্রমাণের অভাবে যদিও পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। এখন, এই সরকার বলছে যে তাঁরা সাভারকরকে ভারতরত্ন দেবেন, আমি ভয় পাচ্ছি এই ভেবে যে হয়তো পরের তালিকায় গডসের নামও থাকতে পারে", বলেন কংগ্রেস নেতা আলভি।

প্রজ্ঞা ঠাকুরের গডসকে নিয়ে মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধল কংগ্রেস

সম্প্রতি, বিজেপির কার্যকরী সভাপতি জে পি নড্ডা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দলের ইস্তাহার প্রকাশ করেন, যে ইস্তাহারে সাভারকরকে ভারত রত্ন দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

দেখুন ১৬.১০.২০১৯-এর সেরা খবর:



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.