Maharashtra Assembly Elections 2019: মহারাষ্ট্রের পার্লিতে নির্বাচনি সভায় এসে এইভাবেই বিরোধীদের তোপ দাগেন প্রধানমন্ত্রী।
Beed: জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা (scrapping of Article 370 in Jammu and Kashmir) বাতিল করার পদক্ষেপের যারা বিরোধিতা করছে তাদের ইতিহাস মনে রাখবে। এই ভাবেই বৃহস্পতিবার বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মহারাষ্ট্রের পার্লিতে নির্বাচনি সভায় (Maharashtra Assembly Elections 2019) এসে এইভাবেই বিরোধীদের তোপ দাগেন তিনি। আগামী সপ্তাহের গোড়াতেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। সেপ্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এই বিধানসভা নির্বাচনে বিজেপির ‘কার্যশক্তি' ও বিরোধীদের ‘স্বার্থশক্তি'র লড়াই হবে।
"অবসন্নতায় ভুগছে সরকার..": অর্থমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব মনমোহন সিংয়ের
তিনি বলেন, ‘‘সেই সব ব্যক্তিদের ইতিহাস মনে রাখবে যাঁরা ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করেছেন।''
এরপর কংগ্রেস ও ন্যাশনাল কংগ্রেস নেতাদের আক্রমণ করে বলেন, ‘‘হতাশ ও বিপর্যস্ত'' মানুষরা মানুষের কল্যাণ করতে পারবেন না। প্রধানমন্ত্রী বলেন, ‘‘যারা জনতার টাকা লুঠ করেছিল, তাদের জেলে ঢোকানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।''
সৌদির "বাস দুর্ঘটনায় বেদনাহত" : ৩৫ জন বিদেশির মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির
তিনি আশা প্রকাশ করেন ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে বিজেপি সব পদে জিতে রেকর্ড গড়বে।
ভিডিও দেখুন