This Article is From Oct 10, 2019

এক জন সেনা মারা গেলে ১০ জন শত্রু খতম করা হবে: হুমকি দিলেন অমিত শাহ

Maharashtra Assembly Election: অমিত শাহ বলেন, “রাহুল গান্ধি, শরদ পাওয়ারের উচিত স্পষ্ট করে জানানো যে তাঁরা ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পক্ষে নাকি বিপক্ষে।"

এক জন সেনা মারা গেলে ১০ জন শত্রু খতম করা হবে: হুমকি দিলেন অমিত শাহ

Maharashtra Polls: রাহুল গান্ধি, শরদ পাওয়ারের উচিত স্পষ্ট করে জানানো যে তাঁরা ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পক্ষে নাকি বিপক্ষে, বলেন অমিত শাহ

সাঙ্গলি, মহারাষ্ট্র:

জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে এনডিএ সরকার, সেই পদক্ষেপের ‘বিরোধিতা' করার জন্য কংগ্রেস (Congress) এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (Nationalist Congress Party) বা এনসিপির তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। বৃহস্পতিবার মহারাষ্ট্রে একটি নির্বাচনী প্রচারে গিয়ে তিনি আরও জানিয়ে দেন, একজন জওয়ানও যদি শহিদ হন, তার বদলা নিতে ১০ জন শত্রু মারা পড়বে। 

অমিত শাহ বাংলার মানুষদের এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছেন: অমিত মিত্র

জম্মু ও কাশ্মীরকে অস্থায়ী বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার মতো ‘দুর্দান্ত কাজ' করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রভূত প্রশংসা করে অমিত শাহ জানান, প্রধানমন্ত্রীই জাতীয় সুরক্ষা নিশ্চিত করেছেন।

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রচার করতে গিয়ে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার জাটে একটি সমাবেশে জনগণকে সম্বোধন করে অমিত শাহ বলেন, “রাহুল গান্ধি, শরদ পাওয়ারের উচিত স্পষ্ট করে জানানো যে তাঁরা ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পক্ষে নাকি বিপক্ষে।"

‘‘বাংলাকে শান্ত করুন'': বিজেপিতে এসেই অমিত শাহর কাছে আর্জি সব্যসাচী দত্তর

পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার পরে বালাকোটে বিমান হামলার কথা উল্লেখ করে অমিত শাহ আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদির নজরদারিতে ভারতের জাতীয় সুরক্ষাব্যবস্থা জোরদার হয়েছে এবং গোটা বিশ্ব এখন জানে যে, একজন ভারতীয় জওয়ান শহিদ হলে ১০ জন শত্রু মারা যাবে।”

অমিত শাহ শরদ পাওয়ারকে উদ্দেশ্য করে জানতে চান, পূর্ববর্তী কংগ্রেস-এনসিপি জোট সরকার মহারাষ্ট্রে কী কী কাজ করেছে।

.